Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও তার সহোদর জেল হাজতে

মাগুরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০২২, ১১:০০ পিএম

মাগুরা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের স্বতন্ত্র প্রার্থী শরিয়ত উল্লাহ রাজন এবং সহোদর স্থানীয় শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন কুটিকে মঙ্গলবার জেল হাজতে পাঠিয়েছে আদালত।

মাগুরা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাগুরার শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেনের ছেলে সাবেক ছাত্রলীগ কর্মী শরিয়ত উল্লাহ রাজন এবং একই উপজেলার সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক জিহাদ মিয়া।

আদালত সূত্রে জানা গেছে, গত ২৩ আগস্ট রাতে মাগুরার শ্রীপুর উপজেলার ছোনগাছা গ্রামে সন্ত্রাসী হামলার শিকার হন ওই উপজেলার শ্রীকোল ইউনিয়ন পরিষদের সদস্য চাঁদ আলি সরদার এবং তার সহোদর মসিদুল সরদার, ওবায়দুল সরদার ও বাচ্চু সরদার। এ ঘটনায় কুতুবুল্লাহ হোসেন কুটি ও ছোট ভাই শরিয়ত উল্লাহ হোসেন রাজনকে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়। ৩১ আগস্ট এ মামলায় তারা উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিনপ্রাপ্ত হয়। মঙ্গলবার ছিল জামিনের নির্ধারিত সময়ের শেষদিন। বিধায় তারা নতুন করে জামিনের আবেদন করে আদালতে হাজির হন। কিন্তু মাগুরা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কামরুল হাসান তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। উল্লেখ্য আগামী ১৭ অক্টোবর মাগুরা জেলা পরিষদের নির্বাচন।

আদালতে এ মামলায় জামিন শুনানিকালে আসামী পক্ষের আইনজীবী হিসেবে এজলাসে উপস্থিত ছিলেন শফিকুজ্জামান বাচ্চু, রোকনুজ্জামান খান এবং অজয় কুমার বিশ্বাস। সরকার পক্ষের আইনজীবী সাজিদুর রহমান সংগ্রাম বলেন, আসামী পক্ষের আইনজীবীরা জামিন প্রার্থনা করলেও বিজ্ঞ বিচারক শুনানী শেষে জামিন না মঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ