Inqilab Logo

সোমবার, ১০ জুন ২০২৪, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৩ যিলহজ ১৪৪৫ হিজরী

জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামীগ প্রার্থী পঙ্কজ কুন্ডুর গনসংযোগ

মাগুরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০২২, ১০:৫৯ পিএম

মাগুরা জেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীরা তাদের পক্ষে সমর্থনের উদ্দেশ্য ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছেন। এর ধারা বাহিকতায় মাগুরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু দলীয় মনোনয়ন পেয়ে চেয়ারম্যান পদে আনারস প্রতিক নিয়ে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে সাথে নিয়ে বিভিন্ন ইউনিয়ন পরি্রষদের চেয়ারম্যান ও মেম্বরদের সাথে গন সংযোগ চালিয়ে যাচ্ছেন। প্রতিদিনই নেতা কর্মীদের নিয়ে কোন না কোন ইউনিয়নে গন সংযোগ করছেন। মঙ্গলবার সারাদিন মহম্মদপুর উপজেলায় ব্যস্ত সময় পার করেন। মঙ্গলবার সকালে মহম্মদপুর সদর ইউনিয়নে উক্ত ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল আখতার কাফুরের সভাপতিত্বে এক মতবিনিময় সভায় তিনি বক্তব্য রাখেন। জেলা আওয়ামী লীগের সভাপতি আফম আব্দুল ফাত্তাহ, মাগুরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসির বাবলু, সাবেক জেলা পরিষদ প্রশাসক সৈয়দ শরিফুল ইসলামসহ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় নেতা কর্মীরা দলীয় প্রার্থীর পক্ষে ভোট প্রদানের আহবান জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ