Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভিনয়কে বিদায় জানালেন রুমানা

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

একসময়ের দর্শকপ্রিয় অভিনেত্রী রুমানা এখন স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তার দুই সন্তান আভানকা ও আরবান নিয়ে সংসার করছেন। দেশ ফেরার সম্ভাবনাও কম। মাঝে মাঝে এলেও যুক্তরাষ্ট্রেই স্থায়ীভাবে বসবাস করবেন। ফলে আর কোনোদিন অভিনয়ে ফিরবেন না বলে জানিয়েছেন তিনি। রুমানা বলেন, স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রেই অবস্থান করছি আমি। এখন এক মেয়ে ও এক ছেলের মা। মেয়ে আভানকা এরইমধ্যে স্কুলে ভর্তি হয়েছে। নিয়মিত স্কুলে যাচ্ছে। আর আরবান ছোট। তাকে আমার সময় দিতে হয়। আভানকার স্কুলে যাওয়া আসা, টেক কেয়ার করা, সংসারের নানান কাজ, করতে হয়। সব মিলিয়ে আমাকে সংসার জীবনে এখন এতো বেশি সময় দিতে হচ্ছে যে, অভিনয়ে ফিরবো কী ফিরবো না তা নিয়ে ভাবার সময় নেই। আমার আর কোনদিন অভিনয়ে ফেরা হবে না। এখন সংসার, সন্তান, স্বামী নিয়ে আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই নিয়েই আমি ভালো থাকতে চাই, বাকীটা জীবন কাটিয়ে দিতে চাই। সকলের দোয়া চাই যেন আমার দুই সন্তানকে মানুষের মতো মানুষ করতে পারি। উল্লেখ্য, ২০১৫ সালের ৭ আগস্ট যুক্তরাষ্ট্র প্রবাসী এলানকে রুমানা বিয়ে করেন। রুমানার শোবিজে যাত্রা মডেলিং দিয়ে শুরু হলেও পরবর্তীতে তিনি নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেন। জাকির হোসেন রাজু পরিচালিত ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায়না’ সিনেমার জন্য রুমানা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘এদেশ তোমার আমার’। চলচ্চিত্রে রুমানার যাত্রা শুরু হয় তৌকীর আহমেদ পরিচালিত ‘জয়যাত্রা’ সিনেমায় অভিনয়ের মধ্যদিয়ে। পরবর্তীতে ২০০৮ সালে পিএ কাজলের ‘এক টাকার বউ’ সিনেমার মধ্যদিয়ে আবারো যাত্রা শুরু করেন। পরবর্তীতে ‘বিয়ে বাড়ি’,‘ স্বামী স্ত্রীর ওয়াদা’,‘ চিরদিনই তুমি যে আমার’,‘ মা আমার চোখের মনি’,‘ রিকসাওয়ালার ছেলে’,‘ প্রেমে পড়েছি’ সিনেমায় অভিনয় করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ