Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাফ মহিলা চ্যাম্পিয়নশীপ জয়ী সাথী ও ইতিকে মাগুরায় সংবর্ধনা

স্টাফ রিপোর্টার, মাগুরা থেকে | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

সাফ মহিলা চ্যাম্পিয়নশীপ-২০২২ এ বিজয়ী বাংলাদেশ মহিলা ফুটবল দলের কৃতি সদস্য মাগুরার কৃতি সন্তান সাথী বিশ্বাস ও ইতি রানীকে গতকাল মঙ্গলবার সকালে সংবর্ধনা দিয়েছে মাগুরা জেলা প্রশাসন ও জেলা ফুটবল এ্যাসোসিয়েশন।
এ উপলক্ষে মাগুরা আছাদুজ্জামান স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক ড, আশরাফুল আলম সভাপতিত্ব করেণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা ১ আসনের সংসদ সদস্য এড, সাইফুজ্জামান শিখর। বিশেষ অতাথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরার পুলিশ সুপার মশিউদৌলাহ রেজা, মাগুরা পৌর সভার মেয়র খুরশীদ হায়দার টুটুল,অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব মকবুল হোসেন, জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি এড, জিল্লুর রহমান লাজুক, এছাড়া সাথী ও ইতির এ সফলতার পেছনে অবদান রাখা কোচ প্রভাষ রঞ্জন দেব জ্যোতি, ও সহকারি কোচ শহীদুল ইসলাম কৃতি খেলোযাড় সাথী বিশ্বাস ও ইতিরানী বক্তব্য রাখেন।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি সাইফুজ্জামান শিখর বাংলাদেশ মহিলা ফুটবল দলের সদস্য কৃতি খেলোয়াড় সাথী বিশ্বাস ও ইতি রানীর হাতে, সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন , সাথীর মা দেবী বিশ্বাস, ইতির বাবা মনোজিত মণ্ডল, মাগুরা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রেজাউল ইসলাম, জেলা যুবলীগের আহবাযক ফজলুর রহমান। জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ খান, সাধারণ সম্পাদক আব্দুল হামিদসহ জেলার বিভিন্ন শ্রনী পেশার মানুষসহ খেলোয়াড় ও খেলা প্রিয় মানুষ ও সুধীজন। অন্রষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর বলেন, নারীদের মূলধারায় আনা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়, এটা জেনেই বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনা নারীদের সকল ক্ষেত্রে অনুপ্রবেশের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ