Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সৈয়দপুরে ট্রেনের টিকিট কালোবাজারি গ্রেফতার ৩

সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে ষ্টেশনে ট্রেনের টিকিট কালোবাজারী বিক্রেতাদের বিরুদ্ধে দুদক অভিযান চালায়। ওই অভিযানে তিনজন টিকিট কালোবাজারীকে গ্রেপ্তার করা হয়। এ অভিযান চলে গত (১০ অক্টোবর ) সোমবার রেলওয়ে স্টেশন ও সৈয়দপুর প্লাজায়। টিকিট কালোবাজারী ধরতে সম্বন্বিত জেলা কার্যালয় রংপুর দুদকের উদ্যেগে সৈয়দপুর রেলওয়ে ষ্টেশনসহ শহরের ব্যবসায়ী কেন্দ্র সৈয়দপুর প্লাজায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা কালে ষ্টেশন এলাকা থেকে কুলি মোঃ শামীম, সৈয়দপুর প্লাজা থেকে গ্লোবাল কম্পিউটারের সারফারাজ সারোয়ার ও ফাতেমা কম্পিউটারের আরিফকে গ্রেপ্তার করে দুদক। পরে সৈয়দপুর ষ্টেশনে তাদেরকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ শেষে ষ্টেশন মাস্টারের নিকট মুছলেকা নিয়ে সোর্পদ করা হয়। এই অভিযানে নেতৃত্ব দেন সাকদারুল ইসলাম সহকারী পরিচালক, নুরেআলম সিদ্দিক, জয়ন্ত সাহা ও রুবেল হোসেন উপ-সহকারী পরিচালক সম্বন্বিত জেলা কার্যালয় রংপুর দুদক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ