বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফতুল্লা দেওভোগ এলাকায় দ্রুত গতিতে আসা মোটরসাইকেলের ধাক্কায় এক নারীর আহত হয়েছেন। আহত নারীকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে গেলে, সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠায়। পরে চিকিৎসাধীন অবস্থায় মধ্যে রাতে ওই নারীর মৃত্যু হয়
সোমবার (১০ অক্টোবর) ফতুল্লা কাশিপুর ইউনিয়ন পশ্চিম দেওভোগের বাবুরাইল খালের সাথে বাংলাবাজার সড়কে ওই ঘটনা ঘটে। নিহত নারীর নাম নাছিমা বেগম (৪৫)। সে ফতুল্লা কাশিপুর ইউনিয়ন দেওভোগের বাবুরাইল আমবাগান এলাকার মৃত আ. লতিফ মিয়ার স্ত্রী। তার স্থায়ী ঠিকানা মাদারীপুর জেলার রাজৈর উপজেলায়।
নিহতের জামাতা মো. সোহেল লাইভ নারায়ণগঞ্জকে জানান, রাতে আমার বাসা থেকে বের হয় ঔষধ কেনার জন্য। এ সময় রাস্তায় ঊর্ধ্বগতিতে আসা একটি মোটরসাইকেল আমার শাশুড়িকে ধাক্কা দেয়। ছিটতে রাস্তার পাশে পরে, এতে মাথায় প্রচন্ড আঘাত পায়। আমরা আমার শাশুড়িকে সাথে সাথে ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যাই পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে যেতে বলে, আমরা সাথে সাথে নিয়ে যাই সেখানে। সেখানে ডাক্তার সিটি স্ক্যান করার পর দেখি সব কিছু ঠিক আছে। আমরা কোন সিট না পাওয়ায় বারান্দার একটা সিটে অবস্থান নেই। সেখানে হাসপাতালে থাকা নার্সরা চিকিৎসা দেয়। পরে রাত ৩টার সময় সে মৃত্যু বরণ করে।
তিনি আরও বলেন, আমরা বাইকের চালককে আটক করেছি, তাদের সাথে এই বিষয়ে কথা বলছি। আমরা কোন মামলা মোকাদ্দমায় যেতে চাই না। আমরা তাদের সাথে মিমাংশার মাধ্যমে বেপারটা মিটিয়ে নিতে চাই।
এদিকে, ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম লাইভ নারায়ণগঞ্জকে জানান, আমরা খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে গিয়েছিলাম। সেখানে বাদী পক্ষের কাউকে পাইনি। দুর্ঘটনার যে মোটরসাইকেলটি ছিলো সেটি আমরা জব্দ করে থানায় নিয়ে এসেছি। ভুক্তভোগীরা যদি কেউ থানায় অভিযোগ করে তাহলে আমরা আইনি ব্যবস্থা নিবো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।