বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনার সিটি করপোেরেশনের ১৫ নং ওয়ার্ডে বিআইডিসি রোডের পাশে চলছে ড্রেন নির্মাণের কাজ। আজ মঙ্গলবার সকালে বুলডোজার দিয়ে পুরোন ড্রেন ভেঙ্গে গুঁড়িয়ে দেয় সিটি করপোরেশন। এ সময় প্রায় এক কিলোমিটার এলাকার লক্ষাধিক ইট চুরি করে নিয়ে যায় স্থানীয় লোকজন। সকাল থেকে বিকাল পর্যন্ত শত শত মানুষ এ চুরি চললেও পুলিশ প্রশাসন বা সিটি করপোরেশনের কাউকেই বাঁধা দিতে দেখা যায়নি। নিয়ম রয়েছে, ইটগুলো সিটি করপোরেশনে জমা করা হবে।
বেলা ২ টার দিকে দেখা গেছে, শত শত নারী পুরুষ প্রকাশ্যে ভ্যান ও ঠ্যালাগাড়িতে ইট বোঝাই করছে। ঘটনাস্থলেই প্রকাশ্যে ১০ থেকে ১২ টাকায় ইট বিক্রিও হচ্ছে। শোনা গেছে, সিটি করপোরেশনের কিছু কর্মচারী ও স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা চুরিতে নেতৃত্ব দিয়েছেন।
এ বিষয়ে ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর ও কেসিসির প্যানেল মেয়র আমিনুল ইসলাম মুন্না বলেন, আমরা বাঁধা দিয়েছিলাম। কিন্তু কাজ হয়নি। বিষয়টি আমরা সিটি মেয়রকে জানিয়েছি। চুরি যাওয়া ইটের সঠিক পরিমান জানাতে না পারলেও তিনি দাবি করেন সামান্য কিছু ইট চুরি হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।