Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুদকের মামলায় ডোমার পৌর মেয়র দানু কারাগারে

ডোমার (নীলফামারী) সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০২২, ১০:২৬ পিএম

অগ্রণী ব্যাংক থেকে ঋণ নেওয়াসহ ৫৪ কোটি ৪৪ লাখ টাকা আত্মসাতের দুদকের করা মামলায় ডোমার পৌরসভার মেয়র মনছুরুল ইসলাম দানুর জামিন মঞ্জুর না করে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার (১০ অক্টোবর) দুপুরে মেয়র মনছুরুল ইসলাম নীলফামারী জেলা ও দায়রা জজ মাহমুদুল করিমের আদালতে হাজির হয়ে স্থায়ী জামিন আবেদন করেন। আদালত জামিন মঞ্জুর না করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

তবে এ ব্যাপারে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন আসামী পক্ষের আইনজীবী এ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম। তিনি বলেন, তিনি উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে আছেন। নিম্ন আদালতে স্থায়ী জামিনের জন্য আজ হাজির হয়ে আবেদন করা হলে আদালত না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

দুদকের আইনজীবী কামরুজ্জামান শাসন বলেন, তিনি ঋণ নিয়ে ব্যাংক থেকে নিয়ম ভঙ্গ করে টাকা উত্তোলন করেছেন। ঋণের টাকা দিয়ে ব্রিক ফিল্ডের জন্য যন্ত্রপাতি আমদানি করেও তা উত্তোলন করেনি। এর ফলে বন্দর কর্তৃপক্ষের ক্ষতি হয়েছে। সব মিলিয়ে অগ্রণী ব্যাংক নীলফামারী শাখা এবং বন্দর কর্তৃপক্ষের ৫৪ কোটি ৪৪ লাখ টাকা আর্থিক ক্ষতিসাধণ হয়েছে।

আইনজীবী আরো বলেন, এ কারণে চলতি বছরের ২৩ আগস্ট দুর্নীতি দমন কমিশন (দুদক) রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হোসাইন শরীফ বাদী হয়ে ডোমার পৌরসভার মেয়র ও শাওন অটো ব্রিকস লিমিটেডের এমডি মনছুরুল ইসলাম দানুসহ তিন জনের নামে অর্থ আত্মসাতের মামলা দায়ের করেন।

মামলা সুত্রে জানা যায়, মনছুরুল ইসলাম দানুর প্রতিষ্ঠান শাওন অটো ব্রিকস লিমিটেডের নামে ১৫ কোটি ৭৫ লাখ টাকা ঋণ মঞ্জুর করা হয়। ঋণের মঞ্জুরিপত্রের শর্ত অনুযায়ী প্রথম কিস্তি বিতরণের পর ছাড়কৃত অর্থের ব্যবহারের বিষয়ে নিশ্চিত হওয়ার পর দ্বিতীয় কিস্তির অর্থ ছাড়ের নির্দেশনা থাকলেও অগ্রণী ব্যাংক নীলফামারী শাখার ওই দুই শাখা ব্যবস্থাপক তা মেনে নেননি। ঋণের ওই টাকা পরিশোধ হয়নি। এতে চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত সুদ-আসলে ২৩ কোটি ৩৪ লাখ টাকা ক্ষতি সাধন হয়েছে।

অপরদিকে ঋণ গ্রহীতা এলসির মাধ্যমে ২০১৬ সালের ২৩ জুন থেকে ১৩ আগস্ট পর্যন্ত মালামাল আমদানি করলেও বন্দর থেকে তা খালাস করেননি। যার কারণে তার কাছে থেকে পোর্ট ড্যামারেজ বাবদ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২৭ কোটি টাকা পাওনা হয়েছে। যেখানে শুল্ক-কর বাবদ আরও ৪ কোটি ১০ লাখ টাকা রয়েছে। সব মিলিয়ে আসামিদের বিরুদ্ধে ৩১ কোটি ১০ লাখ টাকা পাওনা পরিশোধ না করে সরকারের আর্থিক ক্ষতি সাধন করার অভিযোগ রয়েছে।

এভাবে আসামীরা পরস্পর যোগসাজশে অগ্রণী ব্যাংক নীলফামারী শাখা এবং বন্দর কর্তৃপক্ষের ৫৪ কোটি ৪৪ লাখ টাকা আর্থিক ক্ষতিসাধন করায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

প্রসঙ্গত, মনছুরুল ইসলাম দানু বর্তমানে নীলফামারীর ডোমার পৌরসভার মেয়র।তিনি তৃতীয় বারের মত এই পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ