Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মীরসরাইয়ে কাভার্ড ভ্যান-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ আহত ৩

| প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : মীরসরাইয়ে কাভার্ড ভ্যান-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১২টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই সদরের দক্ষিণ পার্শ্বে এই দুর্ঘটনা ঘটে। জানা যায়, ঢাকামুখী ট্রাক (ঢাকা মেট্টো ট ১৮-৩৭৪১) ওভারটেক করার সময় কাভার্ড ভ্যানকে (চট্ট মেট্টো ট ১১-৫০৭৫) ধাক্কা দিলে মহাসড়কের মধ্যে কাভার্ড ভ্যান ছিটকে পড়ে এবং পেছন থেকে ট্রাক (রাজ মেট্টো ট ১১-০২১১) উভয় গাড়িকে ধাক্কা দেয়। এসময় ট্রাক চালক মোহাম্মদ মামুন (৩৫) ঘটনাস্থলে নিহত হয়। সে রাজশাহী জেলার মতিহার থানার কাঁটাখালী গ্রামের বাসিন্দা। এছাড়া দুর্ঘটনায় আহতরা হলো- রাজশাহী জেলার দুর্গাপুর থানার কাঁঠালবাড়িয়ার শাহবাড় গ্রামের বাসিন্দা ট্রাকের সহকারী মুক্তার হোসেন (২২), ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার চিকনছড়ার ইসলামপুর গ্রামের বাসিন্দা কাভার্ড ভ্যান চালক মোহাম্মদ রাজু (২৮), কক্সবাজার জেলার উখিয়া উপজেলার বাসিন্দা ট্রাকের সহকারী নাছির উদ্দিন (১৬)। আহতদের উদ্ধার করে মীরসরাই উপজেলা সদরের মাতৃকা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। মীরসরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ হাসান জানান মিরসরাই থানা পুলিশ, মিরসরাই ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ও সীতাকুন্ড ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। মাতৃকা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বাপ্পি জানান, আহতদের অবস্থায় গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ