Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে সিএসই ফেস্ট অনুষ্ঠিত

প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ৯:৪৬ পিএম, ১০ ডিসেম্বর, ২০১৬

রাজশাহী ব্যুরো : বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের উদ্যোগে দুইদিনব্যাপী সিএসই ফেস্ট-২০১৬ জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হলো। গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ের তালাইমারীর সিএসই ক্যাম্পাসে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হাফিজুর রজমান খান, বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা রাবি সাবেক বিসি ও যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের সাবেক হাইকমিশনার প্রফেসর ড. এম সাইদুর রহমান খান। সিএসই বিভাগের প্রফেসর ড. শামীম আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হোসেন, সেক্রেটারী একেএম কামরুজ্জামান খান, বিশ্ববিদ্যালয়লে ভিসি ড. এম ওসমান গনি তালুকদার, প্রোভিসি প্রফেসর ড. নুরুল হোসেন চৌধুরী। দু’দিনব্যাপী অনুষ্ঠিত আইটি প্রতিযোগিতায় ছিল প্রোগ্রামিং কনটেস্ট, আইটসি অলিমপিয়ার্ড, ম্যাথ অলিম্পিয়ার্ড এবং প্রজেক্ট শো। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হাফিজুর রহমান খান। দু’দিনব্যাপী প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ