Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডাকাতিয়া থেকে অবাধে বালু উত্তোলন হুমকির মুখে চিলপাড়া ব্রিজ

| প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

মো. আকতারুজ্জামান, চৌদ্দগ্রাম (কুমিল্লা) থেকে : কুমিল্ল­ার চৌদ্দগ্রামের চিওড়া ইউনিয়নের চিলপাড়া ও শাকতলা এলাকায় ডাকাতিয়া নদী থেকে অবাধে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে প্রভাবশালী মহল। দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করায় চিলপাড়া ব্রিজ, আশপাশের বাড়িঘর ও ফসলি জমি হুমকির সম্মুখীন হয়ে পড়েছে। সরেজমিন গিয়ে জানা গেছে, চিলপাড়া গ্রামের আবদুল হান্নান, আবুল খায়ের, আনোয়ার হোসেন, রাশেদ, সুমন, ছালেহ আহম্মদ, মোহন, আলাউদ্দিন, সাঙ্গিশ্বর গ্রামের জুয়েল ও মহসিনের নেতৃত্বে প্রভাবশালী মহল সরকারকে রাজস্ব ফাঁকি দিয়ে অবাধে ডাকাতিয়া নদী থেকে বালু উত্তোলন করছেন। ড্রেজার দিয়ে অবাধে বালু উত্তোলনের কারণে নদীর চিলপাড়া ব্রিজ ও শাকতলা অংশের বাড়িঘর ও ফসলি জমির ব্যাপক ক্ষতি হচ্ছে। এদিকে ইউনিয়ন ভূমি অফিসের নায়েব মোরশেদ আলম গত ২৮ নভেম্বর রোববার বালু উত্তোলন বন্ধ করতে গেলে তাকে ম্যানেজ করার চেষ্টা করেও ব্যর্থ হন প্রভাবশালী মহল। স্থানীয়দের মধ্যে সাঙ্গিশ্বর গ্রামের কলেজ প্রভাষক জাফর আহম্মদ, নদীর পাড়ের দোকানদার আবুল খায়ের, এয়াছিন মিয়াজী, আবদুল মমিন ও আবদুর রব অভিযোগ করেন, বহুদিন ধরে নিষেধ করা সত্ত্বেও প্রভাবশালী মহল বালু উত্তোলন করেই যাচ্ছে। এব্যাপারে সরকারের সংশ্লি­ষ্ট কর্তৃপক্ষ নিশ্চুপ থাকায় তারা ক্ষোভ প্রকাশ করেছেন। অভিযুক্ত বালু উত্তোলনকারী আবদুল হান্নান বলেন, ‘আমি বালু উত্তোলন করি না। প্রবাসী রুবেল থেকে বালুগুলো কিনেই বিক্রি করছি’। এব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রবিউল হাসান জানান, ‘ভূমি তহশীলদারকে পাঠিয়ে বালু উত্তোলন বন্ধ রাখা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে’। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান বলেন, ‘এসিল্যান্ডকে এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে’।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ