Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজবাড়ীতে প্রতিবাদ সভা ও গণমিছিল

| প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

গোয়ালন্দ (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা : রাজবাড়ী জেলা শহরের আজাদী ময়দানে গতকাল শনিবার সকালে মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের উপর বর্বরতম গণহত্যা, শিশু হত্যা ও নির্যাতন বন্ধের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা কওমী মাদরাসা উলামা পরিষদের সিনিয়ার সহ-সভাপতি মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা রিয়াজুল ইসলাম রিয়াজ, এ্যাডভোকেট এম এ খালেক, মাওলানা ওলিউর রহমান, মাওলানা ইয়াছিন সুলতান, মাওলঅনা শহিদ মোল্লা, হাফেজ ইলিয়াজ, মাওলানা আলাউদ্দিন আল আজাদ, কারী আবু ইউসুফ, মাওলানা আয়ুব আনসারী, মাওলানা আব্দুল্লাহ মুসা ও মাওলানা আব্দুল বাতেন প্রমুখ বক্তৃতা করেন। এ সময় বক্তারা মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের হত্যা ও নির্যাতন বন্ধের দাবি জানান এবং সরকারের প্রতি বাংলাদেশের সীমানা খুলে দেওয়ার জন্য অনুরোধ জানান। পরে শহরের আজাদী ময়দান থেকে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে গিয়ে শেষ হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ