বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নীলফামারী জেলা সংবাদদাতা : জান্নাতি বেগম (১৫) নামে স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার দুপুর ১২টার দিকে নীলফামারীর ডোমার উপজেলার চিকনমাটি তাঁতিপাড়া গ্রাম থেকে পুলিশ ওই লাশ উদ্ধার করে।
জান্নাতি ওই গ্রামের ওলিয়ার রহমানের মেয়ে ও ডোমার বালিকা বিদ্যানিকেতনের নবম শ্রেণির ছাত্রী।
জান্নাতির মা মাহিমা বেগম জানান, তার স্বামী ও বড় ছেলে ঢাকায় রিকশা চালান। তারা ঢাকায় রয়েছে। তিনি দুই মেয়েসহ নিজ বাড়িতে থাকেন। শুক্রবার রাতে খাওয়া-দাওয়া শেষে তারা ঘুমিয়ে পড়েন। ভোরে উঠে দেখতে পান ঘরের তীরে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগানো অবস্থায় তার মেয়ে জান্নাতির লাশ ঝুলছে।
ডোমার থানার এসআই আরমান আলী জানান, খবর পেয়ে শনিবার দুপুর ১২টায় মেয়েটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলার মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।