Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

জগন্নাথপুরে দুই মরদেহ উদ্ধার

সুনামগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০১৬, ৪:২২ পিএম

সুনামগঞ্জ জেলা সংবাদদাতা : সুনামগঞ্জের জগন্নাথপুরে হিরণ মিয়া (২৫) ও ফারজানা বেগম (১৭) নামে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১০ ডিসেম্বর) সাড়ে ১১টার দিকে এ মরদেহ উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানায়, পৌর শহরের হাসিমাবাদ এলাকায় একটি ফিসারি থেকে হিরণ মিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি কেশবপুর গ্রামের বাসিন্দা। জগন্নাথপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী গয়াস আলীর মালিকানাধীন ফিসারিতে ৩ মাস ধরে শ্রমিক হিসেবে কাজ করছিলেন তিনি। শুক্রবার (০৯ ডিসেম্বর) রাতে হিরণের সঙ্গে পাটলী ইউনিয়নের সাতহাল গ্রামের ইসহাক আলী কর্মরত ছিলেন। ঘটনার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
এদিকে, পৌর এলাকার হবিবপুরের আশিঘর গ্রাম থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
এলাকাবাসী জানায়, আশিঘর গ্রামের বাসিন্দা জমির উদ্দিনের মেয়ে ফারজানা শুক্রবার (০৯ ডিসেম্বর) রাতে পরিবারের লোকজনের অগোচরে বসতঘরের আঁড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ