Inqilab Logo

মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১, ২৫ যিলহজ ১৪৪৫ হিজরী

শাহজাদপুরে প্রতিপক্ষের ফালার আঘাতে গৃহবধূর মৃত্যু

সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০১৬, ১২:৫৮ পিএম

সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা : সিরাজগঞ্জের শাহজাদপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সতীনের বাবার পরিবারের ফালার আঘাতে হেলেনা পারভীন (৩৬) নামে এক গৃহবধূ নিহত হয়েছে।
আজ শনিবার ভোররাতে শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের শায়েস্তাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ হেলেনা খাতুন একই গ্রামের ইলিম পরামানিকের মেয়ে ও কোরবান আলীর স্ত্রী।
শাহজাদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক জানান, শায়েস্তাবাদ গ্রামের কোরবান আলীর সঙ্গে তার দ্বিতীয় স্ত্রীর বাবা মোজাহার আলীর জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল। বিবাদমান ওই জমির উপর আদালত ১৪৪ ধারা জারী করে। এরই এক পর্যায়ে শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে মোজাহার আলীর লোকজন জামাই কোরবান আলীর উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এ সময় কোরবান আলীর প্রথম স্ত্রী হেলেনা পারভীন বাধা দিলে তার পেটে ওই ধারালো অস্ত্র ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই গৃহবধূ মারা যান।
খবর পেয়ে আজ শনিবার সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
কায়েমপুর ইউনিয়ন চেয়ারম্যান হাসান আলী জানান, কোরবান আলী একই গ্রামের মোজাহার আলীর মেয়ে মলিনা খাতুনকে দ্বিতীয় বিয়ে করেন। কোরবান আলী দ্বিতীয় বিয়ে করলেও প্রথম স্ত্রীকে নিয়েই ঘর সংসার করতে থাকেন এবং দ্বিতীয় স্ত্রী মলিনা তার বাবার বাড়ীতে থাকতো। দ্বিতীয় বিয়ের সময় শ্বশুড়ের দেয়া এক বিঘা জমির দখল নিয়ে দু-পক্ষের দ্বন্দ্ব চলে আসছিল। শুক্রবার রাতে জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে সতীনের বাবার পরিবারের ফালার আঘাতে হেলেনা পারভীন (৩৬) নামে এক গৃহবধূ নিহত হন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ