Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাপিতখালি খালের ভাঙা সেতু ঝুঁকি নিয়ে চলাচল, ঘটছে দুর্ঘটনা

মির্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা : | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়নের মহিষকাটা-ফাডারহাট সড়কে কিসমত শ্রীনগর বিদ্যালয় সংলগ্ন নাপিতখালি খালের ওপর দুই যুগ আগে নির্মাণ করা সেতুটি পার হওয়ার অনুপযোগী হয়ে পড়েছে। গতকাল ভাঙা সেতুটি পারাপারের সময় কারিমা আক্তার (৬) নামে এক শিক্ষার্থী সেতু থেকে পড়ে গিয়ে আহত হয়েছে। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা ওখানে একটি নতুন সেতু নির্মাণ করার দাবি জানিয়েছেন।

জানা যায়, কিসমত শ্রীনগর বিদ্যালয় সংলগ্ন মহিষকাটা-ফাডারহাট সড়কে সেতুটি দুই যুগ আগে নির্মাণ করা হয়। নির্মাণের পর সেতুটি আর মেরামত করা হয়নি। সেতুটি ঝুঁকিপূর্ণ জেনেও বিকল্প ব্যবস্থা না থাকায় সেতু দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ পারাপার হচ্ছেন।

সেখানে গিয়ে দেখা গেছে, সেতুটির ক্রস অ্যাঙ্গেল মরিচা ধরে নড়বড়ে ও কাত হয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সিমেন্টের ঢালাই দেওয়া স্লিপারগুলো বহু আগেই ভেঙে পড়েছে। এলাকাবাসী গাছের গুঁড়ি ফেলে সেতুর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে যাওয়া আসা করছেন।

স্থানীয় বাসিন্দা মো. নুরুল ইসলাম বলেন, সেতুটি দিয়ে মহিষকাটা বাজার, ফাডারহাট বাজার, চৌরাস্তা বাজার ও ছেরপাইল্লার হাটসহ কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ যাতায়াত করছেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও স্কুলে আসা-যাওয়া করেন।

কিসমত শ্রীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহীন মজুমদার বলেন, প্রাক-প্রাথমিকের শিক্ষার্থী কারিমা আক্তার সেতু পার হয়ে বাড়ি যাওয়ার সময় সেতু থেকে খালে পানিতে পড়ে যায়। সেতু সংলগ্ন বাসিন্দা নুরজাহান বেগম দেখতে পেয়ে শিশুটিকে উদ্ধার করেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের মির্জাগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. আশিকুর রহমান বলেন, সেতুটির বিষয় খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ