রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
হালদানিতে ডুবে যাওয়া দীর্ঘ ৩৬ ঘণ্টা পর ভেসে উঠেছে আনাসের লাশ। গতকাল শনিবার সকাল সাড়ে ৮টায় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মীরা লাশটি উদ্ধার করে নদীর পাড়ে নিয়ে আসে। হাটহাজারী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান বলেন, মাদরাসা শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনায় উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান অব্যাহত রাখে। দীর্ঘ ৩৬ ঘণ্টা পর গতকাল শনিবার সকাল সাড়ে ৮টায় আনাসের লাশ নদীতে ভেসে উঠে। পরে লাশ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের সøুইসগেট এলাকায় হালদা নদীর পাড়ে ফুটবল খেলতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয় উপজেলার শাহ ওলিআল্লাহ মাদরাসার ৫ম শ্রেণির ছাত্র মো. আনাস। সে ওই ইউনিয়নের ৭নং ওয়ার্ড হাজী দুলামিয়া সওদাগরের বাড়ির দুবাই প্রবাসী মো. আবু তাহের এর একমাত্র পুত্র।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।