Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুগন্ধার ভাঙন এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

ঝালকাঠি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

ঝালকাঠির নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম। গত শুক্রবার বিকেলে শহরের প্রবেশদ্বার সুতালড়ি ঘাট থেকে স্পিডবোটে তিনি সুগন্ধা নদীর বিভিন্ন ভাঙন এলাকা পরিদর্শন করেন। আ.লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুর পরামর্শে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক সফর করেছেন বলে নিশ্চিত করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিব হোসেন। পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, সরকার নদী ভাঙন ঠেকাতে ও নাব্যতা ফিরিয়ে আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নদী ভাঙনে যাদের বসতভিটা বিলীন হয় তাদের মত কষ্ট আর কারও নেই। এজন্য প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা যেখানেই নদী ভাঙনের খবর পাই সেখানেই ছুটে যাই। এ সময় তাঁর সাথে ছিলেন জেলা আ.লীগের সাধারণ সম্পাদক অ্যাড. খান সাইফুল্লাহ পনির, অতিরিক্ত পুলিশ সুপার মইনুল হক, মেয়র মো. লিয়াকত আলী তালুকদার, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিব হোসেনসহ সরকারি কর্মকর্তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ