Inqilab Logo

বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

মেয়েকে অপহরণ করে ধর্ষণ করার অভিযোগে থানা ও কোর্টে মামলা দায়ের করার জের হিসেবে আসামি পক্ষ থানায় হামলা, মারধর ও লুট-পাটের মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করছে বলে গুরুত্বর অভিযোগ করা হয়েছে। এই মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে গতকাল সকালে ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের নিকড়হাটা রেলগেট বাজার চত্বরে ভুক্তভোগী ও এলাকাবাসীর পক্ষ থেকে সংবাদ সম্মেলন, মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বক্তাগণ বলেন, অপহরণ ও ধর্ষণ মামলার আসামিরা আত্মরক্ষার জন্য মিথ্যা মামলা সাজিয়ে সাদিয়া ইয়াসমিনকে বাদী করে ৮ জনকে আসামি করে হামলা, মারধর ও লুটপাটের মিথ্যা মামলা দায়ের করেছে। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। মূলত গত ২৫ আগস্ট এই নিকড়হাটা গ্রামের কমেদ আলী মোল্লার নাবালিকা মেয়ে মোছা. শ্রাবণী খাতুন (১৫)›কে অপহরণ করা হয়। এই ব্যাপারে ঈশ্বরদী থানায় মামলা করলে ক্ষিপ্ত হয়ে আসামি পক্ষ ধারালো অস্ত্র দিয়ে মামলার বাদী শ্রাবণীর পিতা কমেদ আলী মোল্লা, সাক্ষী জুয়েল ও শহিদুলসহ উদ্ধারকারী কয়েকজনের ওপরে স্বঅস্ত্র হামলা চালায়। এই ঘটনায়ও ঈশ্বরদী থানায় মামলা করা হয়। যার প্রেক্ষিতে আসামিরা প্রচন্ড ক্ষিপ্ত হয়ে ষড়যন্ত্র মূলকভাবে এই মামলা ক্ষতিগ্রস্ত করার জন্য কাউন্টার মামলা হিসেবে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি ও ক্ষতিগ্রস্ত করছে। ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনে এর তীব্র প্রতিবাদ, মামলা প্রত্যাহার ও হয়রানির অবিলম্বে সুষ্ঠ বিচার দাবি করে। সংবাদ সম্মেলনে এলাকাবাসীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মুলাডুলি ইউনিয়ন পরিষদের মেম্বার মো. জাহিদ হোসেন তারা মালিথা। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন অপহরিতা ও ধর্ষিতার পিতা কমেদ আলী মোল্লা ও নুর জামাল মোল্লা। পরে এই মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ