Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পূজার ছুটি কাটিয়ে ক্যাম্পাসে ফেরা হল না রাবি শিক্ষার্থী শিহাবের

রাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০২২, ৬:০৮ পিএম

পূজার ছুটি কাটাতে বাড়িতে গিয়ে ঘুমের মধ্যে মৃত্যুবরণ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আসাদুজ্জামান নূর (শিহাব)।

শনিবার (৮ অক্টবর) নিজ বাসায় ঘুমন্ত অবস্থায় ঘরের মধ্যে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করেছেন শিহাবের বড় ভাই মামুন।

মৃত শিহাব রাবির ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাসা কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার এলাকায়।

শিহাবের বড় ভাই মামুন বলেন, শিহাব প্রতিদিনের মতো এদিনও একা ঘুমাতে যায় রুমে। প্রতিদিন সকালে একটু দেরি করে ঘুম থেকে উঠে। কিন্তু আজ নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও ঘুম থেকে উঠেনি সে। শিহাবের উঠতে দেরি দেখে মা তাকে ডাকাডাকি করে। তার কোনো সাড়াশব্দ না পেলে একপর্যায়ে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে দেখেন শিহাব আর নেই। ঘুমের মধ্যেই মারা গেছেন সে।

শিহাবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড.আশরাফ উজ-জামান বলেন, আমাদের জন্য এটি খুবই কষ্টদায়ক। আল্লাহ তায়ালা তার ভুলত্রুটিকে ক্ষমা করে জান্নাতবাসী করুন।

উল্লেখ্য, রোববার সকাল ৯ ঘটিকায় এলাকার মসজিদে শিহাবের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।##

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ