Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হোটেল রয়েল টিউলিপ এর সী পার্ল সুমিংপুলে ডুবে পর্যটক শিশুর মর্মান্তিক মৃত্যু

উখিয়া (কক্সবাজার) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০২২, ১১:২৬ পিএম

উখিয়ার ইনানীতে হোটেল রয়েল টিউলিপ সী-পালের সুইমিংপুল থেকে ভাসমান অবস্থায় এক পর্যটক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, গোসল করার যে কোন সময়ে ডুবে তার এ মৃত্যু হয়েছে।

জানা যায়, নিহত শিশুর নাম মরিয়ম চৌধুরী (৭), চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ইসলামপুর থেকে তার মা সাবিনা ইয়াসমিন চৌধুরী রুমির সঙ্গে কক্সবাজার বেড়াতে আসে। শুক্রবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে বলে।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী। তিনি জানান, শুক্রবার সকালে মরিয়মের পরিবারের রয়েল টিউলিপ হোটেলে উঠেন। বিকেলে সুইমিংপুলে গোসল করতে নামে। এক পর্যায়ে মরিয়মের দেহ ভেসে উঠে। মুমূর্ষু অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ