Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাঘ আতঙ্কে শেরপুর গারো পাহাড়ের মানুষ

ঝিনাইগাতী (শেরপুর) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ে হাতির পর বাঘ আতঙ্কে মানুষ দিশেহারা হয়ে পড়েছে। ইতোমধ্য গত ১২-১৪ দিনে বাঘের আক্রমণে কয়েক গ্রামের ১০-১৫টি ছাগল মারা গেছে। এতে গারো পাহাড়ের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। গারো পাহাড়ে গবাদিপশু চড়াতেও ভয় পাচ্ছে স্থানীয় লোকজন। তবে এখন পর্যন্ত কোনো মানুষ এ হিংস্র বাঘের আক্রমণের শিকার হয়নি।

এ ঘটনায় উপজেলা প্রশাসন, বন বিভাগ ও কাংশা ইউনিয়ন পরিষদের উদ্যোগে মাইকিং করে সচেতনতামূলক প্রচারের ব্যবস্থা করা হয়েছে। বন বিভাগ ও স্থানীয়রা জানান, উপজেলার কাংশা ইউনিয়নের বাকাকুড়া, নয়াপাড়া, গান্ধিগাঁও, হালচাটি, ছোটগজনী এলাকায় বন্য প্রাণীর হামলায় জনমণে আতঙ্ক দেখা দিয়েছে। মানুষ গবাদিপশু চরাতে ও লাকড়ী সংগ্রহ ও পাহাড়ে যেতে ভয় পাচ্ছে। গান্ধিগাঁও গ্রামের শাহা আলী বলেন, গারো পাহাড়ে আগে ছিল বন্য হাতির আতঙ্ক। এখন দেখা দিয়েছে বাঘ আতংক। ৫/৭ দিন আগে এক ব্যক্তি রাতে বাঘের মতো প্রাণী দেখেছেন। ফলে এলাকাবাসীর মনে বাঘ আতঙ্ক দেখা দিয়েছে।

এ ঘটনায় গত বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও ময়মনসিংহ বন বিভাগের রাংটিয়া রেঞ্জ আয়োজিত সভায় মানুষ ও বন্য প্রাণী দ্বন্দ্ব নিরসন ও ক্ষয়ক্ষতি প্রশমনে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ