রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মুন্সীগঞ্জের লৌহজংয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২-এর প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নির্বাচিত হয়েছেন মো. আব্দুল আউয়াল। তিনি গত ২০২১ সালের ১৭ আগস্ট লৌহজং উপজেলায় নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব নেয়ার পর নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন ওই কর্মকর্তা। এছাড়া সেরা নারী প্রধান শিক্ষক হয়েছেন একই উপজেলার দক্ষিণ মেদিনীমণ্ডল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রোকশানা আক্তার ও সেরা সহকারী শিক্ষক হয়েছেন আটিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোহাম্মদ দলিল উদ্দিন। গত ৫ অক্টোবর জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. স্বাক্ষরিত চিঠিতে এই তথ্য জানানো হয়। মো. মাসুদ ভূঁইয়া জানান, এ বছর ১৬ ক্যাটাগরিতে সেরাদের বাছাই করা হয়েছে। খুব শিগগিরই এক অনুষ্ঠান আয়োজন করে নির্বাচিত সেরা ব্যক্তিদের পদক বিতরণ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।