রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বড়াইগ্রামে প্রতিবেশী মেয়েদের উত্যক্তের প্রতিবাদ করায় নিজের ছোট বোন ও জ্যাঠাতো ভাইকে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে আতাহার হোসেন (৪৭) নামে এক ব্যক্তির বিরদ্ধে। এ ঘটনায় গতকাল শুক্রবার থানায় মামলা হয়েছে। এর আগে গত বৃহষ্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বড়াইগ্রাম পৌরসভার গোয়ালফা মহল্লায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হলেন-গোয়ালফা মহল্লার মৃত আকসেদ আলীর ছেলে মোতালেব হোসেন (৫০) ও মকসেদ আলীর মেয়ে সমেজান খাতুন (৪৩)। হত্যা চেষ্টাকারী আতাহার হোসেন আহত সমেজান খাতুনের আপন বড় ভাই। থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে আতাহার স্ত্রী পলাশী খাতুনকে তালাক দেন। এরপর গত ছয় মাস ধরে আতাহার হোসেন প্রতিবেশী ও আত্মীয় স্বজনের বিয়ের উপযুক্ত মেয়েদের নিজে বা ঘটকের মাধ্যমে বিয়ের প্রস্তাব দিয়ে আসছেন। কখনও কখনও রাস্তা-ঘাটে মেয়েদের নানাভাবে উত্যক্তও করতেন। গত বৃহস্পতিবার রাতে সমেজান ও মোতালেব তার বাড়িতে গিয়ে তাকে বুঝিয়ে এসব কর্মকান্ড থেকে নিবৃত্ত করার চেষ্টা করছিলেন। কিন্তু কথাবার্তার এক পর্যায়ে আতাহার উত্তেজিত হয়ে ঘরে থাকা হাসুয়া দিয়ে তাদের দু’জনকে এলাপাথাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় ক্লিনিকে ও পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বড়াইগ্রাম থানার ওসি মো. আবু সিদ্দিক জানান, এ বিষয়ে থানায় মামলা দায়ের হয়েছে। আসামিকে গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।