Inqilab Logo

শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

কুমিল্লায় হোসাইনীয়া কমিটির উদ্যোগে জশনে জুলুছ অনুষ্ঠিত

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০২২, ৮:২৭ পিএম

পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন উপলক্ষে ঐতিহ্যবাহী রাজাপুরা দরবার শরীফের আধ্যাত্মিক সংগঠন হোসাইনীয়া কমিটি বাংলাদেশ চান্দিনা পৌর শাখার ব্যবস্হাপনায় জসনে জুলুছ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত জুলুছটি চান্দিনা শহরের গুরুত্তপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চান্দিনা আল আমিন কামিল মাদরাসা মাঠে দোয়া মুনাজাতের মাধ্যমে শেষ হয়। পরে আলোচনা সভায় ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন রাজাপুরা দরবার শরীফের পীর আল্লামা শাহ মোহাম্মদ নাদিমুর রশিদ আল ক্বাদেরী (মা:জি:)।

মহতি এ সভায় উপস্হিত ছিলেন চান্দিনা পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মফিজুল ইসলাম,নধামতী আলিয়া মাদরাসা'র প্রধান মুহাদ্দিস শায়খুল হাদিস আল্লামা রফিকুল ইসলাম হেলালী (মা:জি:), মুফতি আক্তারুজ্জামান হেলালী,মুফতি সালাহ উদ্দিন আল ক্বাদেরী, মুফতি কে এম শামীম আহমদ চৌধুরী, মাওলানা শামসুল আলম,মাওলানা সৈয়দ হোসাইন ইকবাল,মুফতি কে এম নজরুল ইসলাম,হোসাইনীয়া যুব কমিটির কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জয়নাল আবেদীন ক্বাদেরী, ছাত্রসেনা কুমিল্লা জেলা সেক্রেটারি তুফাজ্জল হোসাইন তুহিন,চান্দিনা বাজার বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল কাদের সরকার,আলহাজ্ব ডা: আব্দুল বারী সরকার,জনাব মিজানুর রহমান প্রমুখ।



 

Show all comments
  • jack ৭ অক্টোবর, ২০২২, ৯:২১ পিএম says : 0
    এই লোক গুলো যদি সত্যিই নবীপ্রেমিক হতো তাহলে নবীজি যেভাবে ইসলাম দিয়ে দেশ শাসন করেছিলেন তাহলে এগুলো আজকে ইসলামের জন্য যুদ্ধ করে দেশ স্বাধীন করে কোরআন দিয়ে দেশ শাসন করতো
    Total Reply(0) Reply
  • jack ৭ অক্টোবর, ২০২২, ৯:২১ পিএম says : 0
    এই লোক গুলো যদি সত্যিই নবীপ্রেমিক হতো তাহলে নবীজি যেভাবে ইসলাম দিয়ে দেশ শাসন করেছিলেন তাহলে এগুলো আজকে ইসলামের জন্য যুদ্ধ করে দেশ স্বাধীন করে কোরআন দিয়ে দেশ শাসন করতো
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ