Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পীর সাহেব চরমোনাই এর পক্ষ থেকে খুলনায় প্রতিবন্ধীকে নতুন ঘর প্রদান

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০২২, ৪:৫৫ পিএম

পীর সাহেব চরমোনাই-এর পক্ষ থেকে খুলনার বটিয়াঘাটা উপজেলার পুটিমারি গ্রামে অসহায় দরিদ্র ও শারীরিক প্রতিবন্ধী আল-আমিনের বসবাসের জন্য নবনির্মিত ঘর হস্তান্তর করা হয়েছে। খুলনা জেলা শাখা মুজাহিদ কমিটির ব্যবস্থাপনায় আজ শুক্রবার (৭ অক্টোবর) সকালে ঘরটি হস্তান্তর করা হয়।
এ উপলক্ষে ঘর নির্মাণ কমিটির আহবায়ক ও জেলা মুজাহিদ কমিটির যুগ্ম সম্পাদক এস এম হাদিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় শাখা মুজাহিদ কমিটির সম্মানিত ছদর, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমীর হাফেজ মাওলানা আব্দুল আউয়াল।
বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা শাখা মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক শেখ হাসান ওবায়দুল করিম।
এছাড়াও মাওলানা আবু সাঈদ, আলহাজ্ব মাওলানা দ্বীন ইসলাম, মোঃ শরিফুল ইসলাম, মোঃ শফিউল ইসলাম, মোঃ আবু তাহের, মাওলানা ফজলুর কাদের, মোঃ মোমিনুল ইসলাম নাসিবসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ