Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাঁদপুরে মা ইলিশ রক্ষা অভিযান শুরু

চাঁদপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০২২, ২:৩৯ পিএম

চাঁদপুর পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ করেছে সরকার। এ সময় মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, মওজুদ ও পরিবহন বন্ধ থাকবে। মাছ ধরা থেকে বিরত থাকার জন্য জেলার ৪৪ হাজার ৩৫ জন জেলেকে খাদ্য সহায়তা ২৫ কেজি চাল দেওয়া হবে।

ইলিশ প্রজনন রক্ষায় সরকারের নির্দেশনা অনুযায়ী চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত পদ্মা ও মেঘনা নদীর প্রায় ৭০ কিলোমিটার এই অভয়াশ্রম চলমান থাকবে। নিষেধাজ্ঞা সময়ে নদীতে জেলা প্রশাসন, জেলা মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌ পুলিশ পৃথক ভাবে অভিযান পরিচালনা করবে।

শুক্রবার সকালে চাঁদপুর বড়স্টেশন মোলহেড থেকে জেলা টাস্কফোর্সের উদ্যোগে আলোচনা সভা, রেলি ও লিফলেট বিতরণ করা হয়।

রেলিতে আসা জেলেরা বলেন, ২২ দিনের মা ইলিশ নিষেধাজ্ঞা আমরা মানি। জাল ও নৌকা ডাঙায় তুলে ফেলেছি।

ইলিশ প্রজনন রক্ষায় নৌ পুলিশ খুবই তৎপর। আমাদের থানা পুলিশ ছাড়াও এ বছর অভয়াশ্রম এলাকায় নৌ পুলিশ আরো কঠোর হবে।

এবছর ২২ দিনের নিষেধাজ্ঞা সময়ে মা ইলিশ নিশ্চিত নিরাপদ ভাবে ডিম ছেড়ে যেতে পারলে কাঙ্ক্ষিত ইলিশ উৎপাদন বজায় থাকলে। আরো ৬ লক্ষ মেট্রিক টন ইলিশ উৎপাদন বাড়ার সম্ভাবনা রয়েছে ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ