বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
যশোর ব্যুরো : যশোর পুলিশের প্রচারিত লিফলেটে তালিকাভুক্ত আরো এক জঙ্গি বিশেষ অভিযানে চট্টগ্রাম থেকে আটক হয়েছে গতপরশু। তার নাম জিএম নাজিম উদ্দীন ওরফে নকশা নাজিম। বাড়ি যশোরের মনিরামপুর উপজেলার দুর্গাপুর গ্রামে। সে দীর্ঘদিন আত্মগোপনে ছিল। যশোরের পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান বিপিএম পিপিএম (বার) গত ৬ সেপ্টেম্বও যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে আরো ১১ জঙ্গির পোস্টার প্রকাশ করেছেন। আটক নাজিম উদ্দীন ছিল ওই তালিকার ২য় নম্বর।লিফলেটে প্রচারিত তালিকাভুক্ত জঙ্গিদের সিংহভাগই আটক কিংবা আত্মসমর্পণ করেছে। পুলিশ সুপার বলেন, এটি আমাদের সাফল্য। যশোর থেকে মাদক, সন্ত্রাস ও জঙ্গি নির্মুলে অভিযান অব্যাহত রয়েছে। যশোরের মাটিতে কোনো জঙ্গিবাদের ঠাঁই নেই।
চৌগাছায় প্রবাসী খুন
যশোরের চৌগাছায় প্রতিপক্ষের হাতে ইমামুল হোসেন (৩০) নামে এক সৌদি প্রবাসী খুন হয়েছেন। তুচ্ছ ঘটনা নিয়ে প্রতিবেশীরা তাকে খুন করেছে বলে অভিযোগ। তিনি চৌগাছা সদর ইউনিয়নের উত্তর কয়ারপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে।
তার পিতা ইউসুফ আলী বলেন, গত ৩০ নভেম্বর দুপুরে আমাদের প্রতিবেশী মৃত শমসের আলীর ছেলে নজরুল ইসলাম ও তার ছেলেরা গরু দিয়ে আমাদের ফসল নষ্ট করে দেয়। এর প্রতিবাদ করায় তারা আমার ছোট ছেলে সাইদুরকে মারধর করে। একই দিন সন্ধ্যায় এ ঘটনাকে কেন্দ্র করে নজরুল ইসলাম তার ছেলে সাদ্দাম হোসেন, মিলন হোসেন, রুহুল আমিনের ছেলে ওবাইদুল ইসলাম, সিরাজুল ইসলামের ছেলে শামীম ও তাদের সহযোগীরা আমার বড় ছেলে ইমামুলকে রড ও লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে জখম করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।