Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রতিমা বিসর্জনের সময় ছুরিকাঘাতে কিশোর খুন

মুক্তাগাছা (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০২২, ১২:১৪ এএম

মুক্তাগাছায় প্রতিমা বিসর্জনের সময় ছুরিকাঘাতে সারওয়ার রহমান শান্ত ওরফে শান্ত রহমান নামের এক কিশোর খুন হয়েছে। গত বুধবার রাত ৯টার দিকে শহরের নতুন বাজার ত্রিমোহনী দুর্গাপূজার প্রতিমা বিসর্জন ঘাটের অদূরে প্রতিমা বিসর্জন চলার সময় এ ঘটনা ঘটে।
নিহত শান্ত রহমান মুক্তাগাছা পৌরসভার কাউন্সিলর মতিউর রহমান মতি ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আজিজা রহমান দম্পতির দ্বিতীয় পুত্র। সে এসএসসি পরীক্ষার্থী ছিল। জানা যায়, শান্ত তার বন্ধুদের সাথে দুর্গোৎসবের আনন্দ-ফুর্তিতে যোগদিতে বুধবার বিকালে আয়মান নদীতে প্রতিমা বির্জন ঘাট এলাকায় যায়। সেখানে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করলে স্থানীয়রা তাকে দ্রæত উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের পিতা পৌর কাউন্সিলর মতিউর রহমান মতি জানান, চোখ উঠা রোগ হওয়ায় শান্ত সারাদিন বাসাতেই ছিল। বিকালে তার বন্ধুদের অনুরোধে সে বাসা থেকে বের হয়ে প্রতিমা বিসর্জন দেখতে যায়। পরে রাতে খবর পাই তাকে হত্যা করা হয়েছে।
যে বন্ধুদের সাথে গিয়েছিল তাদের নাম বলতে পারেননি তিনি।
মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদুল হাসান জানান, হত্যার রহস্য উদ্ঘাটন করে দোষীদের গ্রেফতার করতে মুক্তাগাছা থানা পুলিশের পাশাপাশি ডিবি পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করা হয়েছে। শান্ত যাদের সাথে চলাচল করতো তেমন আরো কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করার প্রক্রিয়া চলছে। দ্রæতই রহস্য উদ্ঘাটন সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ