Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিশন এক্সট্রিম-এর সিক্যুয়াল ব্ল্যাক ওয়ার মুক্তি পাবে আগামী ৬ জানুয়ারি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০২২, ১২:১৪ এএম

‘মিশন এক্সট্রিম’ সিনেমার সাফল্যের পর মুক্তি পেতে যাচ্ছে এর সিক্যুয়াল সিনেমা ‘বø্যাক ওয়ার’। ২০২৩ সালের ৬ জানুয়ারি সিনেমাটি মুক্তি পাবে। ইতোমধ্যে সিনেমাটির মোশন পোস্টার প্রকাশ করা হয়েছে। সিনেমাটি প্রযোজনা করেছে কপ ক্রিয়েশন। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন আরিফিন শুভ। শুভ বলেন, দর্শকদের বø্যাক ওয়ার-এরর মুক্তির তারিখ জানাতে পেরে খুব হালকাবোধ করছি। সিনেমাটি দর্শকদের পুরোপুরি তৃপ্তি মেটাবে। সিনেমাটির আয়োজন এবং গল্পই বলে দিবে সিনেমার নাম কেন ‘বø্যাক ওয়ার’ এবং ‘মিশন এক্সট্রিম’ রাখা হয়েছে। সিনেমাটির অন্যতম প্রযোজক ও পরিচালক সানী সানোয়ার বলেন, চলতি বছর ‘বø্যাক ওয়ার’ মুক্তি দেওয়ার ইচ্ছা ছিল। কিন্তু টেকনিক্যাল কাজগুলো স¤পন্ন করতে না পারায় একটু সময় নিতে হয়েছে। আমরা চাই দর্শককে পরিপূর্ণ সিনেমাটি দেখাতে। নতুন বছরের প্রথম শুক্রবারেই সিনেমাটি মুক্তি দিতে যাচ্ছি। সিনেমাটি সানী সানোয়ারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ। তারা বলেন, ৬ জানুয়ারি দেশে মুক্তি দেয়ার পর আমরা ধারাবাহিকভাবে বিশ্বের অন্যান্য দেশে ‘বø্যাক ওয়ার’ মুক্তি দেবো। এখন পর্যন্ত প্রায় ১৫টি দেশে মুক্তির বিষয়টি চ‚ড়ান্ত হয়ে আছে। ঢাকা ডিটেকটিভ ক্লাবের সহযোগিতায় নির্মিত সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, মনোজ প্রামাণিক, শতাব্দী ওয়াদুদ, শহীদুজ্জামান সেলিম, হাসান ইমাম, লায়লা ইমাম, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস, সৈয়দ আরেফ, খালিদুর রহমান রুমী, ইমরান শওদাগর, খশরু পারভেজ প্রমুখ। উল্লেখ্য, এর আগে ২০২১ সালের ৩ ডিসেম্বর মুক্তি পায় ‘মিশন এক্সট্রিম’র প্রথম পর্ব। বাংলাদেশ ছাড়াও বিশ্বের ১১টি দেশে একযোগে সিনেমাটি মুক্তি দেয়া হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ