Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিজানুর রহমান মিজানের রাগী মুক্তি পাচ্ছে ১৪ অক্টোবর

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০২২, ১২:১৪ এএম

মেধাবী নির্মাতা মিজানুর রহমান মিজান পরিচালিত ‘রাগী’ সিনেমাটি আগামী ১৪ অক্টোবর মুক্তি পাবে। সম্প্রতি সিনেমাটির মুক্তি উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সিনেমাটির ট্রেইলার, টিজার, পোস্টার ও গান দেখার পর প্রযোজক পরিবেশক সমিতির নেতা খোরশেদ আলম খসরু সিনেমার নায়ক আবীর চৌধুরীকে দক্ষিণ ভারতীয় সিনেমার সুপারস্টার আল্লু অর্জুনের সঙ্গে তুলনা করে করেন। তার জবাবে আবীর চৌধুরী বলেন, দর্শক যদি আমাদের সিনেমা দেখে এবং সিনেমায় আমাদের লগ্নী উঠিয়ে আনতে পারি, তাহলে দর্শককে দক্ষিণ ভারতের সিনেমার দিকে তাকাতে হবে না। সে চাহিদা আমরা পূরণ করতে পারব। তার কথার সত্যতা প্রমাণের জন্য ‘রাগী’ সিনেমাটি দেখার জন্য দর্শককে আহŸান জানান। সিনেমাটির নায়িকা আঁচল আবীরের প্রশংসা বলেন, আমাদের দেশে নায়ক বলতে চকলেট বয়ের মতো হবে, এমন একটি ধারণা প্রতিষ্ঠিত আছে। আবীর চৌধুরী ‘রাগী’ সিনেমার মাধ্যমে তা ভুল প্রমাণ করেছেন। তার অ্যাকশন এবং অভিনয় দর্শককে মুগ্ধ করবে। এক নতুন নায়ক দেখতে পাবেন দর্শক। উল্লেখ্য, এ সিনেমায় মুনমুন ভিলেন চরিত্রে অভিনয় করে দক্ষতার স্বাক্ষর রেখেছেন। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন, মৌমিতা মৌ, শতাব্দী ওয়াদুদ, খালেদা আক্তার, শাকিল আহমেদ, কাজী হায়াৎ, অন্তরা জামান, ববি, জিয়া তালুকদার, আর এফ রোমিও।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ