Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নায়িকাদের গুঞ্জন থাকাটাই স্বাভাবিক-দিঘী

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০২২, ১২:১৪ এএম

শিশুশিল্পী থেকে নায়িকা হয়েছেন প্রার্থনা ফারদিন দীঘি। ইতোমধ্যে নায়িকা হয়ে বেশ কয়েকটি সিনেমায় নায়িকা হয়েছেন। নায়িকা হওয়ার পর তার প্রেম-বিয়ে নিয়ে গুঞ্জনও ছড়াচ্ছে। তবে দিঘী এসব পেশাদায়িত্বের সাথেই নিচ্ছেন। তিনি বলেছেন, নায়িকাদের গুঞ্জন থাকাটাই স্বাভাবিক। আমাকে নিয়ে যতবার কথা উঠেছে আমি বলেছি, গুঞ্জন থাকবে, গুঞ্জন থাকুক এতে আমার কোনো সমস্যা নেই। তবে যখন এমন কিছু হবে তখন আমি নিজেই জানাবো। গুঞ্জন শুনে যারা সুখী হয়, তারা গুঞ্জন নিয়েই থাকুক। সত্যিটা বিশ্বাস করা লাগবে না। দীঘি বলেন, আমার বাবাই আমার বেস্ট ফ্রেন্ড। কারণ, এই মানুষটার সঙ্গে আমার কথা না বললে, ঘুম হয় না। এই মানুষটার সঙ্গে দিনে এক ঘণ্টা দেখা হওয়াও আমার জন্য ওষুধের মতো। বিয়ে নিয়ে দীঘি জানান, বাবার মতো একজন ভালোমানুষকে বিয়ে করতে চাই। কারণ, আমার বাবা শ্রেষ্ঠ বাবা। বাবার মতো এমন একজন মানুষের দেখা আজও পাইনি। উল্লেখ্য, দিঘী এখন সাংবাদিকতা বিভাগে পড়াশোনা করছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ