বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বরগুনার আমতলীতে তুচ্ছ ঘটনায় ছেলের বটির কোপে বাবা ও চাচা গুরুতর আহত হয়ে এখন হাসপাতাল শয্যায় কাতরাচ্ছে। ওই ঘটনায় মামলার পর পুলিশ অপরাধী ছেলে ও মাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।
আজ (বৃহস্পতিবার) সকাল ৮ টার দিকে পৌরসভার ১ নং ওর্য়াডের পানি উন্নয়ন র্বোড অফিস এলাকায় ওই ঘটনা ঘটে।
জানা গেছে, আমতলী পৌরসভার ১ নং ওর্য়াডের পানি উন্নয়ন র্বোড অফিস এলাকার রনজি হাওলাদার র্দুগাপুজার মন্ডপে দায়িত্বরত আনসার বিডিপি
সদস্যদের জন্য মঙ্গলবার সকালে একটি স্ট্যান্ড ফ্যান সরবরাহ করে। ফ্যানটি ছিল ছেলে বিশ্বজিত হাওলাদারের। সময়মত ফ্যানটি বাড়িতে নিয়ে না
আসায় আজ (বৃহস্পতিবার) সকালে বাবা রনজি হাওলাদারের সাথে তর্কে লিপ্ত হয় ছেলে বিশ্বজি হাওলাদার। এসময় তার মা অনিমা রানী ছেলের
পক্ষ অবলম্বন করায় তর্কের এক র্পযায়ে ছেলে বিশ্বজি হাওলাদার ঘর থেকে একটি দাঁড়ালো বটি এনে বাবা রনজি হাওলাদারের (৫৬) বাম হাতের
সিনায় কোপ দেয়। এতে তার ছিনা কেটে রক্তাক্ত জখম হলে তার ছোট ভাই ধর্ম রাজ হাওলাদার (৪২) ভাই রনজি হাওলাদারকে রক্ষার জন্য এগিয়ে
এলে তাকেও কুপিয়ে আহত করে। তাৎক্ষনিক স্বজনরা তাদের দুই ভাইকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য এনে
র্ভতি করেন।
ওই ঘটনায় আজ (বৃহস্পতিবার) দুপুরে ছেলে বিশ্বজি ও তার মা অনিমা রানীকে আসামী করে রনজি হাওলাদার বাদী হয়ে আমতলী থানায় একটি মামলা
করেন। বিকেলে আসামীদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
ছেলের বটির কোপে গুরুতর আহত বাবা রনজি হাওলাদার কান্না জড়িত কন্ঠে বলেন, বিনা কারনে মোরে ছেলে বিশ্বজি বটি দিয়া কোপাইয়া গুরুতর
আহত করছে।
চাচা র্ধমরাজ হাওলাদার বলেন, ভাইরে ছেলে বিশ্বজি তার বাবাকে কোপায় মুই ধরতে গেছি। মোরেও কোপাইয়া আহত করছে। তিনি আরো বলেন, ওই
ঘটনায় বিশ্বজিতের মা ছেলেকে সহযোগিতা করায় সে বেশী সাহস পাওয়ায় আমাদের দুই ভাইকে কুপিয়েছে।
আমতলী হাসপাতালের জরুরী বিভাগের চিকি সক ডাঃ ফারহান ফারুকী মুঠোফোনে বলেন, রনজি এবং তার ভাই র্ধমরাজের সিনায় ধারালো অস্ত্রের
আঘাতের চিহ্ন রয়েছে। তাদেরকে হাসপাতালে র্ভতি করে চিকি সা দেয়া হচ্ছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) একেএম মিজানুর রহমান বলেন,ওই ঘটনায় ছেলে বিশ্বজি ও তার মা অনিমা রানীকে আসামী করে
রনজি হাওলাদার বাদী হয়ে মামলা করেছে। মামলার পর আসামীদের গ্রেপ্তার করে বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।