Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পটিয়ায় গাউসুল আজম সুলতানপুরীর জশনে জুলুছ

পটিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০২২, ১২:১৫ এএম

 চট্টগ্রামের পটিয়ায় পীরানে পীর আনঞ্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরীর উদ্যোগে আয়োজিত জশনে জুলুছ ঈদ এ মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে। এ উপলক্ষে এক গতকাল বুধবার পটিয়া মহাসড়কের গিরিশ চৌধুরী বাজার থেকে র‌্যালী বের হয়। জুলুছের নেতৃত্ব দেন সাতগাউছিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন আলহাজ্ব শাহ্সুফি মাওলানা শেখ সৈয়দ আবুল মকছুম মো. ফরমান উল্লাহ্ সুলতানপুরী (মাঃ জিঃ আঃ)। এতে বিশেষ অতিথি ছিলেন নায়েবে সাজ্জাদানশীন মুফতি শেখ সৈয়দ আবুল মুজতাব হুজ্জাতুল মুবাল্লিগ সুলতানপুরী (মাঃ জিঃ আঃ)।

আনঞ্জুমান এ আশেকানে গাউসুল আজম সুলতানপুরী চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম নুরুর সভাপতিত্বে ও মাওলানা মো. ফারুক এবং মো. এয়াছিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মাওলানা হাফেজ আহম্মদ আল কাদেরী, চেয়ারম্যান মফজল আহম্মদ চৌধুরী, সুফী ফজল আহমদ সওদাগর, মো. আবু তৈয়ব, ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন প্রমুখ। আখেরী মোনাজাত করেন, সাতগাছিয়া দরবার শরিফের বর্তমান সাজ্জাদানশীন আলহাজ্ব শাহ্সুফি মাওলানা শেখ সৈয়দ আবুল মকছুম মো. ফরমান উল্লাহ্ সুলতানপুরী (মাঃ জিঃ আঃ)।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ