Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

পরিত্যক্ত খাদ্য গুদামে ডাকঘরের কার্যক্রম

| প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

আবুল কালাম আজাদ, বালাগঞ্জ (সিলেট) থেকে : সিলেটের বালাগঞ্জের বোয়ালজুড় বাজারে কয়েক যুগের পরিত্যক্ত একটি খাদ্যগুদামে পরিচালিত হচ্ছে ডাকঘরের অফিস কার্যক্রম। যেটি বালাগঞ্জ উপজেলা পোস্ট অফিসের (৩১২০) একটি শাখা। এ শাখা ডাকঘরের অধীনে পরিচালিত হচ্ছে বালাগঞ্জ সদর ইউনিয়ন, বোয়ালজুড় ইউনিয়ন ও ওসমানীনগর উপজেলার উসমানপুর ইউনিয়নের প্রায় ৩০টি গ্রাম। পরিত্যক্ত জরাজীর্ণ খাদ্যগুদামের ছাদ ভেঙে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সরেজমিন গিয়ে দেখা গেছে, খাদ্যগুদামের জরাজীর্ণ একটি কক্ষে কয়েক বছর ধরে পোস্ট অফিসের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এই শাখায় সম্মানী ভাতাপ্রাপ্ত একজন ব্রাঞ্চ পোস্ট মাস্টার (বিপিএম) ও একজন সরকারি পোস্ট মাস্টার দায়িত্ব পালন করে আসছেন। পোস্ট অফিস কক্ষটির একটি দরজা থাকলেও সেটির নিচ অংশের প্রায় দেড় ফুট ভেঙে পড়ে গেছে। পোস্ট অফিস কক্ষটির সম্মুখে রয়েছে বোয়ালজুড় বাজারের মাছ বাজার ও কাঁচা বাজারের ময়লার স্তূপ। ডাকঘরের কক্ষে প্রবেশ করার কোনো রাস্তা না থাকায় কাঁচা বাজারের ময়লার বাগাড়ের উপর দিয়ে পোস্ট অফিসে যেতে হয়। ময়লার দুর্গন্ধে পোস্ট অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারীও সেবা নিতে আসা লোকজন নাক চেপে ধরেন আছেন। এখানকার দায়িত্বরতরা বোয়ালজুড় বাজারের দোকানগুলোতে বসে পোস্ট অফিসের কার্যক্রম পরিচালনা করে থাকেন। বোয়ালজুড় বাজার শহিদ মিডিয়া এন্ড আইটি পয়েন্টের পরিচালক আব্দুস শহিদ ও মজলিশপুর গ্রামের বাসিন্দা কলেজ ছাত্র ছালেহ আহমদ লিছান বলেন, পোস্ট অফিসের ভেতরের পরিবেশ দেখলে মনে হবে এটি কোনো গোয়ালঘরের চিত্র। আর বাইরে কাঁচা বাজার ও মাছ বাজারের ময়লার দুর্গন্ধের কারণে লোকজন সেখানে যেতেই  চান না। বোয়ালজুড় বাজার বণিক সমিতির সাবেক সেক্রেটারি আব্দুল হামিদ বলেন, এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে এখানে পোস্ট অফিসের একটি শাখা আনা হয়েছিল। প্রায় ৬ বছর ধরে উপজেলা কৃষি অফিসের নিয়ন্ত্রণাধীন পরিত্যক্ত খাদ্যগুদামের জরাজীর্ণ একটি কক্ষে এই পোস্ট অফিসের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। বালাগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল মুনিম বলেন, এলাকাবাসীর সুযোগ-সুবিধার কথা চিন্তা করে পোস্ট অফিসটিকে স্থায়ীকরণ করা একান্ত প্রয়োজন। নাম প্রকাশ না করার শর্তে ডাক বিভাগের এক কর্মকর্তা বলেন, বোয়ালজুড় বাজারের এই পোস্ট অফিসটিকে স্থায়ী করতে হলে তিন শতক ভূমির প্রয়োজন। আর এলাকাবাসী কেউ স্বেচ্ছায় তিন শতক ভূমি দান করলে পোস্ট অফিসের জন্য সরকারিভাবে একটি ঘর তৈরি করা সম্ভব হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ