রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বোদা (পঞ্চগড়) উপজেলা সংবাদদাতা : হিমালয় কন্যা-খ্যাত পঞ্চগড়ে বোদায় শীতের তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। গতকাল শুক্রবার সকাল থেকে সূর্যের আলো না থাকায় এবং হিমেল হাওয়ায় শীতের তাপমাত্রা বেড়ে গেছে অনেক গুণ। সন্ধ্যা নামতেই ঘন কুয়াশায় ঢেকে যায় পুরো উপজেলা। থাকে পরদিন দুপুর পর্যন্ত। কুয়াশার সঙ্গে বয়ে যাওয়া হিমেল হাওয়ায় প্রায় জেঁকে বসায় বেড়েছে শীতের তীব্রতা। সন্ধ্যার আগ থেকেই হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকছে চারদিক। হেডলাইট জ্বালিয়েও মহাসড়কে গাড়ি চালাতে হিমশিম অবস্থা চালকদের। শীত মোকাবেলার প্রস্তুতি নিতে শুরু করেছেন এ অঞ্চলের মানুষ। গরম কাপড়ের দোকানগুলোতে বাড়ছে ক্রেতা সমাগম। উপজেলার দুস্থ শীতার্তদের পাশে দাঁড়াতে তাই চলছে সরকারি প্রস্তুতি। এ ব্যাপারে উপজেলা নিবাহী অফিসার মোঃ আবু আউয়াল জানান, এই মৌসুমেও শীত মোকাবেলায় সকল প্রকার প্রস্তুতি নেয়া হয়েছে। এরই মধ্যে সরকার থেকে পাওয়া ১ হাজার কম্বল উপজেলার ১০টি ইউনিয়নের চেয়ারম্যানদের মাধ্যমে দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। তিনি আরো বলেন, আমরা শীতপ্রবণ এ উপজেলায় দুস্থ শীতার্তদের জন্য বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সমাজের ধনাঢ্য ব্যক্তিকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।