Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন বছরের শুরুতেই দেশে ফিরছেন মোনালিসা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০২২, ৪:১৬ পিএম

একসময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মোজেজা আশরাফ মোনালিসা। দেশ ছেড়ে বহু বছর ধরে থাকছেন আমেরিকায়। সেখানে তিনি চাকরি করেন। দেশে আসেন মাঝেমধ্যে। সর্বশেষ করোনা প্রকোপের আগে দেশে এসেছিলেন মোনালিসা। দীর্ঘদিন পর আবারো দেশে আসছেন তিনি। নতুন বছরের শুরুতেই দেশে আসার কথা জানিয়েছেন এ মডেল অভিনেত্রী।

আমেরিকা থেকে মোনালিসা বলেন, ‘দেশ ও দেশের মানুষকে খুব মিস করি। কতদিন প্রাণ ভরে শ্বাস নিতে পারি না! প্রতি মুহূর্তেই মন ছুটে যায় দেশে। কিন্তু আমেরিকার ব্যস্ততা হুট করে পেছনে ফেলে আসাও যায় না। তাই আগামী বছর দেশে আসার জন্য এখন থেকেই পরিকল্পনা করছি।’

দেশে এসে কয়েকটি নাটকে কাজ করবেন বলে জানিয়ে মোনালিসা বলেন, ‘এখন থেকেই অনেকের সঙ্গে যোগাযোগ হচ্ছে। দেশে যাওয়ার পর কাজের চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’

উল্লেখ্য, মোনালিসা সবশেষ আমেরিকাতেই হিমেশ আশরাফের পরিচালনায় তাহসানের বিপরীতে একটি নাটকে কাজ করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ