Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চার জয়িতাকে সংবর্ধনা

| প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা  সংবাদদাতা : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সমাজ উন্নয়ন, সফল জননী, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন ও নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যমে জীবন শুরু করায় অদম্য চার নারীকে জয়িতা হিসেবে সংবর্ধিত করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, ইউএনও রাজীব কুমার সরকার, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম ভুইয়া মণি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান, উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বুলবুল, ইউপি চেয়ারম্যান আবদুল হালিম, মহিলা বিষয়ক কর্মকর্তা রিক্তা বেগম প্রমুখ। জয়িতা হিসেবে সংবর্ধনা দেওয়া হয় সমাজ উন্নয়নে অবদানের জন্য মাইজবাগের মনজিলা খাতুন, সফল জননী হিসেবে তারুন্দিয়ার রওশনারা বেগম, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী পৌর এলাকার ইসরাত জাহান চম্পা, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করায় ১নং ঈশ্বরগঞ্জ ইউনিয়নের গিরিবালা দাসকে জয়িতা সংবর্ধিত করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ