Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

রাব্বির চিকিৎসায় সাহায্যের আবেদন

| প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

সিংড়া (নাটোর) উপজেলা সংবাদদাতা : যে বয়সে স্কুলে যাওয়ার কথা। সমবয়সীদের সাথে ছোটাছুটি ও খেলাধুলা করার কথা। সে বয়সে জটিল রোগে আক্রান্ত হয়ে ঘুরছে ক্লিনিক ও হাসপাতালের ডাক্তারদের দ্বারে দ্বারে। নাটোরের সিংড়া উপজেলার পাকুরিয়া কালাইকুড়ি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র রাব্বি রব (১৩)। সে ব্লার্ড ক্যান্সারে আক্রান্ত। স্কুলের মেধাবী ছাত্র হিসেবে শিক্ষকদের কাছে সুপরিচিত। উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে একদিন সেও শিক্ষক হয়ে সমাজকে আলোকিত করতে চায়। ঘুচাতে চায় পরিবারের দারিদ্র্য। কিন্তু হঠাৎই যেন সব স্বপ্ন ভেঙে গেল। তার শরীরে বাসা বেঁধেছে মরণব্যাধি ক্যান্সার। উপজেলার ইটালী ইউনিয়নের মানিকদিঘী গ্রামের মতিউর ও রিনার প্রথম ছেলে রাব্বির চোখে মুখে এখন সব সময় হতাশার ছাপ। যেন প্রাণহীন একটি দেহ। মৃত্যুর প্রহর গুনছে। বর্তমানে আট-নয় মাস ধরে রাব্বি কলকাতার ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রাব্বির মা রিনা বেগম জানান, দুই ছেলেকে নিয়ে খেয়ে না খেয়ে কোনমতে দিন কাটছিল আমাদের। ছেলেকে নিয়ে অনেক আশা ছিল। সে শিক্ষিত হবে, আমাদের দুঃখের সংসারে আলো জ্বালাবে। কিন্তু ছেলের ক্যান্সারের খবর শোনার পর থেকে সব স্বপ্ন শেষ হয়ে গেছে। ছেলের সুচিকিৎসার জন্য রাজশাহী, ঢাকাসহ বিভিন্ন জায়গায় ঘুরেছি। কিন্তু কোথাও তেমন সুফল পাইনি। বর্তমানে রাব্বি ভারতে চিকিৎসাধীন রয়েছে। সেখানকার ডাক্তাররা বলেছেন চিকিৎসার জন্য প্রায় ১৫-২০ লাখ টাকার প্রয়োজন। আমরা গরিব মানুষ, এত টাকা জোগাড় করার মত সামর্থ্য আমাদের নাই। রাব্বির পিতা মতিউর রহমান বলেন, ‘জমিজমা যা ছিল সব বিক্রি করে এ পর্যন্ত চিকিৎসার খরচ চালিয়েছি। এখন নিঃস্ব প্রায়। খেয়ে না খেয়ে কোনমতে দিনাতিপাত করছি।’ রাব্বির হতদরিদ্র পরিবারের পক্ষে চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। তাই বাধ্য হয়ে সমাজের দানশীল, হৃদয়বান ও বিত্তবানদের কাছে চিকিৎসায় সাহায্যের আবেদন জানেিয়ছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা-
আবদুল মালেক,
হিসাব নং-০০২০৪৯৬৫২,
সোনালী ব্যাংক,
রনবাঘা শাখা, নন্দীগ্রাম, বগুড়া।
মোবাইল : ০১৭৬৪-৩৮৯৯৩৬।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ