বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গাইবান্ধার সুন্দরগঞ্জে জেসমিন বেগম শাপলা (৩৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার সোনারায় ইউনিয়নের পশ্চিম বৈদ্যনাথ গ্রামের তার স্বামীর বাড়ি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। শাপলা ওই গ্রামের তৌহিদুল ইসলাম তুহিনের স্ত্রী।
স্থানীয়রা জানায়, সকালের দিকে জেসমিন বেগম শাপলা হঠাৎ করে অসুস্থ হয় পড়েন। তখন তার স্বামী তৌহিদুল ইসলাম একটি টেবলেট খাওয়ায়। এরপর ওই গৃহবধূ গুরুতর অসুস্থ হলে স্থানীয় পল্লী চিকিৎসকে খবর দেওয়া হয়। চিকিৎসক গিয়ে তাকে মৃত্যু ঘোষণা করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন।
সোনারায় ইউপি চেয়ারম্যান সৈয়দ বদিরুল আহসান সেলিম বলেন, ‘ওই গৃহবধূ হঠাৎ করে অসুস্থ হয়। এসময় তার স্বামী একটি টেবলেট খাওয়ায়। এরপরেই তার মৃত্যু হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বিষটি নিশ্চিত করে বলেন, এঘটনায় ইউডি মামলা হয়েছে। মৃত্যুর বিষয়টি সন্দেহজনক হওয়ায় লাশ উদ্ধার করে গাইবান্ধা আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।