Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

উখিয়ায় রোহিঙ্গা শিবিরে সন্ত্রাসী হামলায় শিশু নিহত

উখিয়া (কক্সবাজার) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০২২, ১২:১৫ এএম

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবিরে এবার সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে এক শিশু নিহতের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার ভোরে কক্সবাজারের উখিয়ার ১৮নং রোহিঙ্গা ক্যাম্পের বøক এইচ-৫২তে এই ঘটনা ঘটে। নিহত তাসফিয়া উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের মো. ইয়াছিনের মেয়ে।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, উখিয়া বালুখালী ১নং রোহিঙ্গা ক্যাম্পের আশপাশে এবং দারুল উলুম নাদওয়াতুল ওলামা আল ইসলামিয়া মাদরাসায় এলোপাথাড়ি গুলি চালায় একদল অস্ত্রধারী সন্ত্রাসী। এসময় ভয়ে সাধারণ রোহিঙ্গারা পালানোর চেষ্টা করলে ইয়াছিনের শিশুকন্যা গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ২২ অক্টোবর রাতে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের দারুল উলুম নদওয়াতুল উলামা আল-ইসলামিয়া মাদরাসায় ছয় জনকে হত্যা করার ঘটনা ঘটে। তার আগে ৯ সেপ্টেম্বর রাত ৯টার দিকে কুতুপালং ক্যাম্পে নিজ কার্যালয়ে গুলি করে হত্যা করা হয় আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান মুহিবুল্লাহকে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ