Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডামুড্যায় কেন্দ্রীয় আ.লীগ নেতার ওপর সন্ত্রাসী হামলা

শরীয়তপুর জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০২২, ১২:১৫ এএম

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় এসে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন কেন্দ্রীয় আ.লীগের সদস্য আব্দুল আউয়াল শামীম। তিনি সারদীয় দুর্গাপূজা মন্ডপ পরিদর্শনে এসে গত সোমবার সন্ধ্যা ৭টায় উপজেলা পরিষদ চেয়ারম্যানের অফিসে বসেছিলেন। সেখানে জুলহাস মাদবরের নেতৃত্বে সন্ত্রাসীরা এই হামলা চালায়। হামলাকারীরা উপজেলা পরিষদ অফিসসহ ২টি গাড়ি ভাঙচুর করেছে। হামলায় অন্তত ৭ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সৈয়দ আব্দুল আউয়াল শামীম ও তার সঙ্গে থাকা নেতাকর্মীরা সন্ধ্যায় উপজেলা পরিষদ ভবনের চেয়ারম্যানের কক্ষে বসেছিলেন। হঠাৎ করে একদল সন্ত্রাসী বাহিনী এসে প্রথমে দুটি গাড়ি ভাঙচুর করে। পরে উপজেলা পরিষদের দ্বিতীয় তলায় উঠে উপজেলা চেয়ারম্যানের কক্ষে প্রবেশ করে। সেখানে থাকা উপজেলা আ.লীগের সাবেক সভাপতি মাস্টার কামাল উদ্দিন আহমেদসহ ৭ জন আহত হয়।

সন্ত্রাসী হামলায় শিকার কেন্দ্রীয় আ.লীগের সদস্য সৈয়দ আব্দুল আউয়াল শামীম বলেন, গত সোমবার দুপুরে গোসাইরহাট উপজেলার পূজামন্ডপ পরিদর্শন করি। পরে ডামুড্যায় ফিরে উপজেলা চেয়ারম্যানের কক্ষে নেতাকর্মীদের সাথে বসেছিলাম। সন্ধ্যা ৭টার দিকে একদল সন্ত্রাসী এসে হঠাৎ আমাদের উপর হামলা চালায়। হামলায় আমিসহ ৭ জন আহত হই। পুলিশ এসে আমাদের উদ্ধার করে। আমাদের বহনকারী দুইটি গাড়িও ভাঙচুর করে সন্ত্রাসীরা।

হামলায় আহত উপজেলা আ.লীগের সাবেক সভাপতি মাস্টার কামাল উদ্দিন আহমেদ, মনির মাঝি, শেখ রাসেল স্মৃতি সংসদের জেলা কমিটির সভাপতি সজল সিকদার বলেন, সন্ত্রাসীরা হঠাৎ করে হামলা চালায়। অফিস কক্ষ, আসবাবপত্র ও গাড়ি ভাঙচুর করেছে।

ডামুড্যা উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি জানায়, আব্দুল আউয়াল শামীম গত সোমবার দুপুরে আমার পরিষদে আসবে বলেছিলেন। আমি তাদের জন্য খাবারের আয়োজন করি। কিন্তু সে আসে সন্ধ্যায়। আমি তাদের জন্য খাবারের ব্যবস্থা করি। তারা খাচ্ছিল। সেই সময় এই হামলার ঘটনা ঘটে। পরে পুলিশি পাহাড়ায় বাড়ি ফিরেন শামীম।

ডামুড্যা থানার ওসি শরীফ আহমেদ বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ