Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৩ নারীর লাশসহ ৪৫ জন জীবিত উদ্ধার

টেকনাফে মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি

কক্সবাজার ব্যুরো ও টেকনাফ উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০২২, ১২:১৫ এএম

কক্সবাজারের টেকনাফে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় রোহিঙ্গাদের বহনকারী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এ পর্যন্ত ৩ নারীর লাশসহ ৪৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের হরমুনিয়া পাড়া এলাকার উপক‚লবর্তী গভীর সাগরে এ ঘটনা ঘটে।

টেকনাফের বাহারছড়া পুলিশ ফাঁড়ি তদন্ত কেন্দ্রের পরিদর্শক নূর মোহাম্মদ বলেছেন, জীবিত উদ্ধার ব্যক্তিরা লবণাক্ত পানি খাওয়ায় অসুস্থ হয়ে পড়েছে। তাদের চিকিৎসা প্রদান করা হচ্ছে। এদের মধ্যে ৪ জন বাংলাদেশি রয়েছে। তারা দালাল চক্রের সদস্য নাকি মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টা করছিল তা যাচাই বাছাই করা হচ্ছে। কোস্টগার্ডের টেকনাফের বাহারছড়া আউটপোস্ট স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মো. দেলোয়ার হোসেন জানান, এ ঘটনায় মোট ৪৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ৮ নারীসহ ৪১ জন রোহিঙ্গা এবং ৪ জন বাংলাদেশি রয়েছে।

উদ্ধার হওয়া কয়েকজন ব্যক্তি জানান, অনেকেই মালয়েশিয়ায় পৌঁছে টাকা দেয়ার শর্তে মালয়েশিয়ায় যাত্রা দিয়েছিলেন। কিন্তু ট্রলারে অতিরিক্ত মানুষ তুলে মাঝ সাগরে অপেক্ষামান জাহাজে নিয়ে যাওয়ার সময় ট্রলাটি ডুবে যায়। এদের মধ্যে সাঁতার কাটতে জানে এমন কয়েকজন তীরে ওঠতে পারলেও বাকিরা সাগরে নিখোঁজ রয়েছে। তাদের দেয়া তথ্য মতে, দালাল চক্র শতাধিক নারী-পুরুষকে উখিয়ার কুতুপালং, লম্বাশিয়া, বালুখালী, মধুরছড়া ক্যাম্প থেকে গাড়িতে তুলে নিয়ে টেকনাফের বাহারছড়া গ্রামে আসে। সেখান থেকে তাদের ওই ট্রলারে তুলে দেয়া হয়। উল্লেখ্য, রোহিঙ্গাদের সাথ অসংখ্য বাংলাদেশি যুবকদের সাগর পথে মালয়েশিয়া পাচার কিছুদিন বন্ধ থাকলেও সা¤প্রতিক সময়ে আবার শুরু হয়েছে।

উদ্ধার রোহিঙ্গাদের বরাতে এ কোস্টগার্ড কর্মকর্তা বলেন, মালয়েশিয়া যাওয়ার পথে গভীর সাগরে রোহিঙ্গাদের বহনকারী ট্রলারটি ডুবে যায়। এ সময় রোহিঙ্গারা সাগরে ভাসতে থাকে। পরে জেলেদের ছুড়ে দেওয়া বয়া ও পানির জারের সহায়তায় সাঁতরিয়ে তারা উপক‚লে ওঠে আসে। এখনো অনেকে সাগরে ভাসছে। তাদের উদ্ধার তৎপরতা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ