Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৩ মাস কারাভোগ শেষে নিজ দেশে ফিরছেন ১৩৫ ভারতীয় জেলে

খুলনা ব্যুরো : | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

বাংলাদেশের পানিসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার সময় আটক ১৩৫ ভারতীয় জেলে ৩ মাস কারাভোগ শেষে নিজের দেশে ফিরছেন। গতকাল মঙ্গলবার বিকালে বাগেরহাটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে খালাস পান তারা। এরপর মোংলা ফেরিঘাট এলাকায় থাকা ৮টি ট্রলারে করে ভারতের দক্ষিণ-চব্বিশ পরগনার উদ্দেশ্যে যাত্রা করেন তারা। এ সময় ঘাটে উপস্থিত ছিলেন, খুলনাস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার ইন্দার জিৎ সাগর।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, বঙ্গোপসাগরের বাংলাদেশ পানিসীমায় অবৈধ অনুপ্রবেশের দায়ে গত ২৭ জুন আটটি ট্রলারসহ ১৩৫ ভারতীয় জেলেকে আটক করে নৌবাহিনী। পরদিন ২৮ জুন চারটি ট্রলার ও ৬৮ জেলে এবং ২৯ জুন চারটি ট্রলার ও ৬৭ জেলেকে মোংলা থানায় তাদের হস্তান্তর করে নৌবাহিনী। তিন মাস চার দিন কারাভোগের পর গতকাল বেলা ১১টার দিকে আদালতে তোলা হলে তাদের খালাস দেন বিচারক। কারামুক্ত হয়ে তারা ভারতের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ