Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আগামী নির্বাচনে আওয়ামীলীগ বিজয়ী হয়ে আবার সরকার গঠন করবে - গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী

ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০২২, ১০:২৫ পিএম

গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি বলেন, আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ বিজয়ী হয়ে সরকার গঠন করবে। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি, তরুণ প্রজন্ম ঐক্যবদ্ধ থাকলে আগামী জাতীয় নির্বাচনে স্বাধীনতা বিরোধী অপশক্তিকে পরাজিত করে বঙ্গবন্ধু তনয়া সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগই সরকার গঠন করবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার ব্রীজ-কালভার্ট, রাস্তাঘাট, অবকাঠামো, স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ উন্নয়নসহ সর্বক্ষেত্রে উন্নয়ন করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই আজকে স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়ন সম্ভব হয়েছে। সেই সাথে রাজধানীর বুক চিড়ে আজ মেট্রোরেল দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করার আহবান জানান। মঙ্গলবার (৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬ টায় ময়মনসিংহের ফুলপুর পৌরসভার আমুয়াকান্দা বাজারে বিশ্বব্যাংকের অর্থায়নে প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের বাস্তবায়িত ৯ টি সেড (ওয়েট মার্কেট) ও একটি টয়লেট ব্লক নির্মাণ (৫২৯১,৬৬ বর্গফুট) কাজের ভিত্তিপ্রস্তুর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি এসব কথা বলেন।

ফুলপুর পৌরসভার আমুয়াকান্দা বাজারে ৯ টি সেড (ওয়েট মার্কেট) ও একটি টয়লেট ব্লক নির্মাণ (৫২৯১,৬৬ বর্গফুট) কাজের ভিত্তিপ্রস্তুর স্থাপন অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন, ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার, ফুলপুর পৌরসভার মেয়র মি. শশধর সেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব, পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল মোতালেব, ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মাহমুদুল হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনিছুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকি, আমুয়াকান্দা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ইজারাদার মোঃ শরিফুল ইসলাম শরিফ, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব লুৎফর রহমান, একেএম সিরাজুল হকসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, পৌরসভার কাউন্সিলরবৃন্দ, পৌরসভার কর্মকর্তাবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ ও ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।

আমুয়াকান্দা বাজারে ৯ টি সেড (ওয়েট মার্কেট) ও একটি টয়লেট ব্লক নির্মাণ (৫২৯১,৬৬ বর্গফুট) কাজের ভিত্তিপ্রস্তুর স্থাপন করেন, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি ও পৌরসভার মেয়র শশধর সেন। নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে রয়েছে এভারেস্ট ইনঃ লিঃ-টিউলিপ ইনঃ (জেভি)। ০৯ টি সেড (ওয়েট মার্কেট) ও একটি টয়লেট ব্লক নির্মাণে প্রায় দেড় কোটি টাকা বরাদ্ধ ধরা হয়েছে বলে জানা যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ