রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
আহলে সুন্নাত ওয়াল জামাআত রাউজান হলদিয়া-ডাবুয়ার ২২তম জসনে জুলুছ গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত বিভিন্ন সড়ক প্রদক্ষিণের মাধ্যমে অনুষ্টিত হয়েছে। বিশাল এ জুলুছের নেতৃত্বদেন আল্লামা সৈয়দ মুহাম্মদ আহছান হাবিব (মা.জি.আ)। সকালে উত্তরসর্তা দরগাহ বাজার থেকে শুরু হয়ে পায়ে হেটে মাওলানা দোস্ত মো. সড়ক, আমিরহাট বাজার, হযরত এয়াছিনশাহ সড়ক, হযরত এয়াছিনশাহ চত্বর (সেবাখোলা), শহীদ জাফর সড়ক হয়ে প্রায় দীর্ঘ ৮ কি.মি. জুড়ে জুলুছটি জানিপাথর জামে মসজিদ ময়দানে ওয়াজ, বক্তব্য, মিলাদ ও মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘটে। সকালে ব্যানার, ফেস্টুন, কালেমা ও দরুদ সম্বলিত প্লেকার্ড, হাতে নিয়ে নারায়ে তাকবির, আল্লাহু আকবর, নারায়ে রেছালত ইয়া রাসুলুল্লাহ (সা.), নারায়ে গাউছ, ইয়া গাউছুল আযম দস্তগীর, সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন্নবী (সা.) সেøাগানে সেøাগানে মুখরিত ছিল সমগ্র এলাকা। জাতীয় পতাকা ও কালেমা, দরুদ সম্ভলিত ব্যানার ফেস্টুন নেড়ে নেড়ে হালকায়ে জিকির ও নাতে মোস্তফার প্রকম্পিত আওয়াজে আগাতে থাকে জুলুছের র্যালি। জুলুছ শেষে ওয়াজ মাহফিল বাস্থবায়ন কমিটির আহবায়ক সৈয়দ মুহাম্মদ আহছান হাবিবের সভাপতিত্বে এবং মহাসচিব মাহবুবুল আলমের সঞ্চালনায় মুঠোফোনে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাউজানের এমপি এবি এম ফজলে করিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান একে এম এহেছানুল হায়দর চৌঃ বাবুল। শত শত রাসূল (সা.) প্রেমীর উপস্থিতিতে মিলাদ কিয়াম পরিবেশন করেন রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি মাওলানা এম বেলাল উদ্দিন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।