রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কিশোরগঞ্জে মাসব্যাপী শিল্প পণ্য ও বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে। গত সোমবার সন্ধ্যায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে ও পুলিশ নারী কল্যাণ সমিতির সহায়তায় মেলা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে কিশোরগঞ্জ চেম্বার অব কর্মাসের সভাপতি একে এম মুজিবুর রহমান বেলালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক। এ সময় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার), জেলা আ.লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এড. এম এ আফজল, কিশোরগঞ্জ পৌর মেয়র মো. পারভেজ মিয়া।
চেম্বারের সহ-সভাপতি শেখ ফরিদ আহমেদ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে চেম্বারের সিনিয়র সহ-সভাপতি হাফেজ আলহাজ খালেকুজ্জামান, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, চেম্বারের সহ-সভাপতি ইকবাল আহমেদ চৌধুরী অপু, জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন প্রমুখ বক্তব্য রাখেন। মেলায় বিভিন্ন শিল্পপণ্যের মোট ১১০টি স্টল দেয়া হয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।