Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

আওয়ামী লীগ এদেশের হিন্দুদের পূজা পালনে শতভাগ নিরাপত্তা দিয়েছে ----- অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি

মতলবে পূজামন্ডপ পরিদর্শন

মতলব(চাঁদপুর)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০২২, ৭:৫৮ পিএম


আলহাজ্ব অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে এদেশের হিন্দুদের পূজা পালনে শতভাগ নিরাপত্তা দিয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বার্তা দিয়েছেন- আওয়ামী লীগের প্রতিটি কর্মীকে শক্তিশালী প্রহরী হিসাবে প্রতিটি মন্দিরে পাহারা দিতে হবে, যাতে কেউ মন্দিরের কোনো ক্ষতি করতে না পারে। আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে ততদিন হিন্দু ধর্মালম্বীরা ও সকল ধর্মের মানুষ নিরাপদে ধর্ম পালন করতে পারবে।

তিনি আরোও বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে এদেশের সনাতন ধর্মাবলম্বীরা পূজা পালন করতে পারেনি। এমনকি হিন্দু সম্প্রদায়ের মানুষের জীবনের ও নারীদের সম্ভ্রমের কোনো নিরাপত্তা ছিল না। মঙ্গলবার বিকেলে মতলব উত্তর উপজেলার গজরা সার্বজনীন দুর্গোৎসব উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্লোগান ধর্ম যার যার উৎসব সবার। সেই লক্ষ্যে সকলে যার ধর্ম পালন করবেন। যাতে করে কোন ধরনের উশৃঙ্খল ঘটনা না ঘটে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে ততদিন দেশের উন্নয়ন হবেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নত দেশের শিখরে। আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করি।

গজরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওহেদুজ্জামান সরকার ওয়াদুদ ও ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি প্রভাত চন্দ্র ভৌমিকের যৌথ সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান, ওসি মোঃ মহিউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লা প্রধান, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব মমিনুল ইসলাম প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সদস্য বাবু রাধেশ্যাম সাহা চান্দু, ইঞ্জি. খোকন, ছেংগারচর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী মোঃ আলাউদ্দিন প্রধান, যুবলীগ নেতা ওমর খান, মাজহারুল ইসলাম ইমন প্রমুখ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ