রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বানারীপাড়া (বরিশাল) উপজেলা সংবাদদাতা : বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক ঢাকায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব বরাবরে উপজেলা চেয়ারম্যান পদ থেকে গত ১ ডিসেম্বর পদত্যাগ পত্র জমা দিয়েছেন। একই দিন বিকেলে তিনি ২৮ ডিসেম্বর বরিশাল জেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য জেলা পরিষদ চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেন। ইতিমধ্যে তার পদত্যাগ পত্র গৃহীত হয়েছে। এ মর্মে বরিশাল জেলা প্রশাসকের কাছে চিঠি পৌঁছেছে। বর্তমানে বানারীপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদ শূন্য। উপজেলা পরিষদের ওই শূন্য পদে পরিষদের প্যানেল চেয়ারম্যান সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা তাসলিমা হোসেন ফেøারা উপজেলা পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব পেতে পারেন বলে আনেকে মনে করছেন। এদিকে গোলাম ফারুক জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হতে হলে আ.লীগের দলীয় দু’জন হ্যাভী ওয়েট প্রার্থীকে পরাস্থ করতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।