Inqilab Logo

মঙ্গলবার, ১১ জুন ২০২৪, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৪ যিলহজ ১৪৪৫ হিজরী

ইউপি সদস্যের মেহগনি গাছের বাগান কেটে ফেললো দুর্বৃত্তরা

| প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) উপজেলা সংবাদদাতা : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জমিজমা সংক্রান্ত বিরোধে সন্ত্রাসী কায়দায় ইউপি সদস্যের মেহগনি গাছের বাগান সাবার করে ফেলেছে দুর্বৃত্তরা। উপজেলার লেহেম্বা ইউনিয়নের সদস্য ইব্রাহিম আলীর মেহগনি গাছের বাগান গোগর চৌরাস্তা হতে প্রায় কোয়াটার মাইল দক্ষিণ-পূর্বে মাঝাটলা গ্রামে প্রায় ৪০টি মেহগনি গাছের চারা তার পৈত্রিক জমিতে রোপণ করে। মেম্বারের ক্ষতি সাধন করার লক্ষে বেআইনিভাবে জোরপূর্বক মাঝাটলা গ্রামের মৃত পীরবক্সের ছেলে মোস্তফা (৫৫), তইফুর (৩৬), তোফাজুল (৫২), নূরইসলাম (৪৫), তোফাজুলের ছেলে মাসুদ (৩০) সহ ৮/১০ জনের একটি দল তার মেহগনির বাগানে প্রবেশ করে মেহগনি গাছের চারাগুলো গত ৬ ডিসেম্বর ভেঙ্গে ফেলেছে বলে অভিযোগে উল্লেখ রয়েছে। এ ব্যাপারে ইউপি সদস্য ইব্রাহীম বাদি হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করে। মামলার তদন্ত কর্মকর্তা এস আই জাহেরুল ইসলাম ও স্থানীয় সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিরা গত বৃহস্পতিবার বিকালে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করেন। এসময় মাসুদসহ তার লোকজন সন্ত্রাসী কায়দায় সাংবাদিক ও ইব্রাহীমসহ তার লোকজনের মোটরসাইকেল আটক করে অপমান অপদস্ত করে বলে ইব্রাহীম জানান। সাংবাদিকসহ স্থানীয় লোকজন সন্ত্রাসীদের আইনের আওতায় নিয়ে শাস্তির দাবি জানান আইনশৃংখলা বাহিনির নিকট। থানা সূত্রে জানান গেছে, অভিযোগটি মামলা রুজু করার প্রক্রিয়া চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ